#কলকাতা: সারা দেশজুড়ে হানা দিয়েছে করোনা ভাইরাস। এই ভাইরাসের হাত থেকে মানুষকে বাঁচাতে করা হয়েছে গৃহবন্দি। এই লকডাউন মানতে হচ্ছে দেশের সেলেব থেকে সাধারণ মানুষ সকলকেই। করোনার জন্য তৈরি হচ্ছে না নতুন কোনও সিনেমা। সব কিছুই বন্ধ। এই অবস্থায় সেলেবরা প্রতিদিন বাড়িতে থেকেই করছেন নানা কিছু। যেমন কেউ মেতেছেন শরীর চর্চায় তো কেউ করছেন রান্না ! বাংলার শিল্পীদেরও এক অবস্থা। তবে ঘরে বন্দি থেকে এবার গান নয় গায়ক অনুপম রায় লিখলেন ছোট গল্প।
গান লেখা এবং গাওয়ার জন্য অনুপম অনেক আগেই খ্যাত হয়েছেন। তিনি কবিতাও লিখেছেন। তাই ছোট গল্পতেও তিনি যে সবার মন জয় করবেন সে কথা বলাবাহুল্য ! তবে মাত্র ১৯টি শব্দে ছোট গল্প লিখলেন অনুপম।
এই ছোট গল্পটি তিনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন। লেখাটি শেয়ার করে অনুপম লেখেন, " আমি কোভিড-১৯-এর বিরুদ্ধে একটি পোস্টার তৈরি করলাম। তাও মাত্র ১৯টি শব্দ ব্যবহার করে।" তাঁর এই ছোট গল্পটি লেখার সঙ্গে সঙ্গে ভক্তরা পড়ে ফেললেন। প্রশংসাও করছেন সকলে। অনুপম লিখেছেন, "র্দীর্ঘদিন উনিশটি মানুষ একটি ঘরে বন্দী। ক্রমে ওদের গজায় ঝুঁটি, পালক, ছোট লেজ। আমাদের উঁচু নাকে আসে পোল্ট্রির গন্ধ।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anupam Roy, COVID-19, Instagram, Lockdown, Short story