#কলকাতা: অনুপম রায়। টলি তথা বলিউডের জনপ্রিয় গায়ক তিনি। তবে অনুপম শুধু গায়ক নন, একজন লিরিসিস্ট, একজন কবিও। তাঁর কবিতার বই, বই-মেলায় ছেপে এলেই, মুহূর্তে হাওয়া। নতুন জেনরেশনের কাছে অনুপম একটা ক্রেজ। তবে শুধু নিউ জেনরেশন নয়, আগের জেনরেশনের মানুষও তাঁর গান বেশ পছন্দ করেন।
অনুপম সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। নিজের নতুন গান তিনি শেয়ার করেন এখানে। করোনা আবহেতেও তাঁর নতুন গান মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের ইউটিউব চ্যানেলে রিলিজ করেছেন তিনি নতুন হিন্দি গান। তাঁর এই গান জনপ্রিয়তা পেয়েছে। বাংলা ছবির কাজ তো আছেই তার হাতে। তবে এবার কবিতা শেয়ার করলেন তিনি। লিখেছেন, " কী এমন তীর মারিতেছি?/ কী হইবে প্রাণ রাখিয়া?/ তাহার চাইতে শ্রেয় নয় কি/ যদি শেষ আলো মাখিয়া... বিদায়।"
View this post on Instagram
অনুপমের এই কবিতার শেষে তিনি লিখেছেন, "লাইফ ইস মিনিংলেস"। সামান্য হলেও তাঁর এই কবিতায় কোথাও যেন জীবনের প্রতি বিশাদ চোখে পড়ছে। তাঁর এই পোস্টের তলায় তাঁর ভক্তরা কমেন্ট করেছেন। একজন লিখেছেন, "যদি একটু মানুষের গন্ধ মেখে উড়ে যাওয়া যেত , তাহলে কি ভালই না হত ।' এমন নানা কমেন্টে ভরে গিয়েছে তাঁর ইনস্টা। কিন্তু অনেকেই অবসাদের গন্ধ পেয়েছেন এই পোস্টে। আজকাল অবসাদ শুনলেই অজানা ভয় হানা দেয় মনে। তবে অনুপম নেহাতই কবিতার জন্য লিখেছেন এই লেখা।
বেঙ্গালুরুর চাকরি ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যে শুধু গান বাঁধার কথা ভাবতে পারে তাঁকে অবসাদ কখনই ছুঁতে পারে না। অনুপমের প্রথম জনপ্রিয় গান 'আমাকে আমার মতো থাকতে দাও।" সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'অটোগ্রাফ' ছবিতে এই গান বেঁধে ছিলেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anupam Roy, Instagram, Tollywood