#কলকাতা: অনেক দিন ধরেই নতুন গানের প্রস্তুতি চলছিল। নির্বাসনে থেকেই লেখা হচ্ছিল 'নির্বাসনের গান'। লকডাউনে প্রায় থেমেই গিয়েছে টলিউড। প্রায় তিন মাস পর একটু একটু কাজ শুরু হচ্ছে টলিপাড়ায়। গানের জগতও থমকে রয়েছে। তবে থেমে থাকেননি অনুপম রায়, শ্রীজাত, চন্দ্রিল ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। তাঁরা সকলে মিলে লিখেছেন 'নির্বাসনের গান'। এই গান মুক্তি পেয়েছে ইউটিউবে।
অনুপম রায় তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে খালি গলায় এই গান গাইলেন। সকলকে এই গান শোনার অনুরোধও করেছেন। গানের লিরিক ও একেবারে অন্যরকম। হতেই হবে। যে চারজনের কলম থেকে উঠে এসেছে এই গানের শব্দ, তা ভাল না হয়ে পারে। গানটি হল,
মনখারাপকে দূরত্ব ভাগ করেআংটির মতো সাজায় মধ্যমায়,এই গান তার মানে খুঁজে পাবেতোমার আমার নিজস্ব তর্জমায়।
বেলা বয়ে বয়ে যায়,বেলা বয়ে যায়, এ শহরে,জাহাজেরা ঘুমে যায়,উদাসী হাওয়ায়, এ শহরে।
নিজেকে কুড়িয়ে ঝিনুকের মতো শুনিসমুদ্রধ্বনি কোথাও বাজছে কিনা,নির্জনতার মাঠটাকে কোনাকুনিপেরোচ্ছি তবু ছায়া খুঁজে পাচ্ছি না।
ছায়াটি আমার, একটু তফাতে হাঁটোযাও পেরিয়ে কোল্যাপসিবল টেনে,বিষণ্ণতার প্রহর করেছি ফিরিকেউ দরদামে বসন্ত যদি কেনে।
বেলা বয়ে বয়ে যায়,বেলা বয়ে যায়, এ শহরে,জাহাজেরা ঘুমে যায়,উদাসী হাওয়ায়, এ শহরে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anupam Roy, Nirabasaner gaan, Srijato