#কলকাতা: বইমেলা। কলকাতার বইমেলা। এই কথাটাই বাঙালির জন্য যথেস্ট। বই প্রেমিরা ছুটে যাবেই এই মেলায়, নিজের প্রিয় লেখকের বইয়ের সন্ধানে। মেলা শুরু হয়েছে ২৯ জানুয়ারি থেকে। প্রতি বছর এই সময়তেই মেলা হয়। এবার এই মেলায় থাকছেন অনুপম রায় তাঁর নতুন বই 'নিজের শব্দে কাজ করো' নিয়ে। অনুপম রায় শুধু গান লেখেন বা গান তাই নয়। তিনি খুব ভাল কবিতাও লেখেন। ইতি মধ্যেই তাঁর লেখা বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। এবছরও তিনি তাঁর পাঠকের মন রেখেছেন।
কিন্তু এত বড় মেলায় কোথায় খুঁজবেন অনুপমের বই ? তার উপায় বাতলে দিলেন অনুপম নিজেই। মেলায় ১৮১ নম্বর স্টলে থাকছে অনুপম রায়ের লেখা সব কটি বই। সঙ্গে নতুন বইটিও। অনুপম নিজেও উপস্থিত থাকছেন মেলায়। গায়ক তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে স্টল নম্বরের হদিশ দিলেন পাঠককে। তাই অনুপমের বই ও দেখা পেতে হলে এখুনি যান ১৮১ নম্বর স্টলে।
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anupam Roy, Book, Kolkata book fair 2020