#কলকাতা: এমনিতে তিনি গানই করেন। তবে রান্নাও যে তাঁর সখ কে জানত। হ্যাঁ বলা হচ্ছে গায়ক অনুপম রায়ের কথা। বউ পিয়াকে নিয়ে তাঁর এখন সুখের সংসার। পিয়া গান করেন বেশ ভালই। আর শনুপম তো শুধু গান করেন না, গান লেখেনও। তাঁর গান শুধু টলিউডে সীমাবদ্ধ হয়ে নেই। ছড়িয়ে পড়েছে বলিউডেও।
'আমাকে আমার মতো থাকতে দাও' গান দিয়ে অনুপমের হাতেখড়ি হয়েছিল বাংলা ছবিতে। তিনি সবচেয়ে বেশি ভালবাসেন তাঁর গিটারকে। আর একাকিত্বও তাঁর জীবনের ভাল লাগার একটা বিষয়। কিন্তু বিয়ের পর বোধহয় তিনি আর একা থাকতে পারছেন না। ঢুকে পড়তে হয়েছে রান্নাঘরে। তাও আবার রান্না করছেন কষা মাংস। তবে কী বউকে খুশি করতেই তাঁর এই মাংস রান্না। মন দিয়ে রান্না করছেন তিনি। আসলে অনুপম মানুষটাই এমন যা করেন তাই মন দিয়ে করেন।---