#কলকাতা: অনুপম রায় ও তাঁর বাংলা ব্যান্ডের আজ জন্মদিন। অনুপম রায়ের ব্যান্ড আজ ৯ বছর পুরো করলো। ৯ বছর ধরে তাঁরা সকলের জন্য তৈরি করছে গান। ছড়াচ্ছে ভালবাসা। আজ তাঁদের ব্যান্ডের জন্মদিন সেলিব্রেশন হল অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছবি, 'প্রেম টেম'-এর সেটে। সেখানেই কেক কেটে করা হল সেলিব্রেশন।সেটে উপস্থিত ছিলেন অনুপম রায় সহ তাঁর ব্যান্ডের সদস্যরাও। কেক আনিয়েছেন পরিচালক অনিন্দ্য। অনিন্দ্য জানান, " অনুপম ও তাঁর ব্যান্ড আমাদের ছবি প্রেম-টেম -এর জন্য আজ একটি গান গেয়েছে। আর কোইন্সিডেন্টালি আজ ওদের ব্যান্ডের জন্মদিন। আমি ওদের ব্যান্ডের সদস্য না হয়েও কেক কাটার আয়োজন করে ফেললাম।" অনিন্দ্যর মুখের কথা কেড়ে নিয়ে বললেন, " আমি ঘোষণা করছি আজ থেকে অনিন্দ্যদাও আমাদের ব্যান্ডের একজন সদস্য।" এর পর কেক কেটে সকলে মিলে সেলিব্রেট করেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anupam Roy, Band, Birthday