#কলকাতা: ইয়াবড়ো এক হেডফোন কানে লাগিয়ে গান গাইছে অলি। তাও আবার যে সে গান নয়। অরিজিৎ সিং-এর গাওয়া বেশ কঠিন একটি জনপ্রিয়। তবে ছটফটে অলির ম্যাজিকে এখন মুগ্ধ নেটিজেনরা। মিষ্টি অলি অনায়াসেই গেয়ে ফেলল সাংহাই ছবির সেই বিখ্যাত গান 'দুয়া'। এই গান গেয়ে কয়েকমাস আগেই ভাইরাল হয়েছিল অলি। বয়স মাত্র ৫ বছর।
তাঁর গান শুনে ফলোয়ারের সংখ্যা ছুঁয়েছিল কোটির ঘর। তবে অলি কারও কাছে গান শেখেনি। ইউটিউবে গান শুনে গান শেখা। আবার সেই ইউটিউবে গান আপলোড করেই নেটদুনিয়ায় ভাইরাল রায়গঞ্জের ছোট্ট অলি। শোভন কুণ্ডু আর আলভা মিত্রর মেয়ে পাঁচ বছরের সমৃদ্ধি ওরফে অলির গাওয়া গান 'দুয়া' ইতিমধ্যেই ইউটিউবে শুনেছেন অনেক মানুষ। এবার এই মেয়ে আবার গাইল আর একটি গান। এই গান আবারো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram, Oli, Viral Song