শেষ দফার প্রার্থী তালিকাতেও নাম নেই অগ্নিমিত্রা পালের! বিজেপিতে যোগ দিয়েও মিলল না টিকিট

ছবি: ফেসবুক ৷

ছবি: ফেসবুক ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: গত ২৩ মার্চ বিজেপি-তে যোগ দিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের ৷ প্রথমে জল্পনা ছিল যাদবপুরে তৃণমূলের মিমি চক্রবর্তীর বিরুদ্ধেই বিজেপি-র বাজি হবেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল৷ খবর এও ছিল, কলকাতা দক্ষিণ বা ডায়মন্ড হারবারে প্রার্থী হতে পারেন৷ কিন্তু আজ বিজেপির শেষ দফার প্রার্থী তলিকা প্রকাশের পরেও দেখা গেল কোথাও অগ্নিমিত্রার নাম নেই৷বিজেপি-তে যোগ দেওয়ার পর অগ্নিমিত্রা বলেছিলেন, ‘‘নরেন্দ্র মোদির মতো মানুষের জন্য কাজ করব ৷’’ কিন্তু সেই কাজ করার সুযোগ কি তাহলে এবারের মতো হাতছাড়া হল অগ্নিমিত্রার? শাসক দলের শেষ তালিকা প্রকাশ হওয়ার পর তো অন্তত তাই মনে হচ্ছে 

    First published:

    Tags: Agnimitra Paul, BJP Candidate List, Elections 2019, Lok Sabha elections 2019, West Bengal Lok Sabha Elections 2019