• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ছ বছর পর ফের পর্দায় নিজেদের সম্পর্কের রসায়ন খুঁজবেন অঙ্কুশ-শুভশ্রী

ছ বছর পর ফের পর্দায় নিজেদের সম্পর্কের রসায়ন খুঁজবেন অঙ্কুশ-শুভশ্রী

photo source Instagram

photo source Instagram

তাঁদের এক সঙ্গে শেষ বারের মতো দেখা গিয়েছিল "আমি শুধু চেয়েছি তোমায়" ছবিতে। তারপর কেটে গিয়েছে ছ-ছটা বছর

 • Share this:

  #কলকাতা: তাঁদের এক সঙ্গে শেষ বারের মতো দেখা গিয়েছিল "আমি শুধু চেয়েছি তোমায়" ছবিতে। তারপর কেটে গিয়েছে ছ-ছটা বছর। দুজনের জীবনই বদলেছে অনেকটা। টলিউডের সুপারহিট নায়ক ও নায়িকা অঙ্কুশ ও শুভশ্রীর কথা বলা হচ্ছে। তাঁদের ছ বছর দেখা যায়নি এক সঙ্গে কাজ করতে। এর মাঝে শুভশ্রী বিয়ে করেছেন রাজ চক্রবর্তীকে। আর অঙ্কুশও কেরিয়ারে এগিয়েছেন অনেকটা পথ। তবে ছ বছর পরে তাঁরা দুজন আবার একসঙ্গে কাজ করছেন এ কথা ট্যুইট করে জানালেন অঙ্কুশ। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে বাবা যাদবের পরিচালনায় ছবির কাজ শুরু করেছেন তাঁরা। ছবির প্রথম পোস্টারও সামনে এল। তবে শুভশ্রী এর আগেও বাবা যাদবের পরিচালনায় কাজ করেছেন, "বস"," গেম" ও "বস টু"এর পর আবার বাবার পরিচালনায় কাজ করছেন শুভশ্রী। সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গাঙ্গুলি। ২০২০তে মুক্তি পাবে এই ছবি।

  First published: