#কলকাতা: অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেভ। তার বয়স এখনও এক বছর পেরোয়নি। কিন্তু তার আগেই সোশাল মিডিয়ায় সুদীপার ছেলে সুপারস্টার হয়ে গিয়েছে।
এক বছর না হলে কী হয়েছে ! সে কিন্তু এবারের দুর্গা পুজোয় অঞ্জলি দিয়ে ফেলেছে ইতি মধ্যেই। হলুদ রঙের কুর্তা পরে মায়ের সঙ্গে সপ্তমীর সকালে অঞ্জলি দিল ছোট্ট আদিদেভ। সুদীপার বাড়িতেই দুর্গা পুজো হয়। তাই আয়োজনও থাকে এলাহি। ছেলের প্রথম অঞ্জলির ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়।