হোম /খবর /বিনোদন /
অনেকটা তিক্ততা নিয়ে বিজেপি ছাড়লেন টলিউড অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়

অনেকটা তিক্ততা নিয়ে বিজেপি ছাড়লেন টলিউড অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়

photo source collected

photo source collected

২০১৩ সালে বিজেপিতে জয়েন করেছিলেন এই অভিনেত্রী।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: মৌখিক প্রতিবাদ নয়, অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় আনুষ্ঠানিকভাবেই পদত্যাগ করেছেন বিজেপি-র সদস্যপদ থেকে। ২০১৩ সালে বিজেপিতে জয়েন করেছিলেন এই অভিনেত্রী। সেই সময় নরেন্দ্র মোদির কথায় দেশের জন্য কিছু করার জন্যই বিজেপিতে গিয়েছিলেন টলিউডের অভিনেত্রী সুভদ্রা। কিন্তু তিনি নিজেকে এই দলের সঙ্গে আর যুক্ত রাখতে চান না। তাই পদত্যাগ করলেন সুভদ্রা।

সুভদ্রার মনে হয়েছে ২০১৯-এর পর থেকে সব কিছু বদলে গিয়েছে। হিংসা, মারপিট ছাড়া দেশের উন্নয়ন কোথায় হচ্ছে। সুভদ্রা রাজনীতিতে আসার আগে থেকেই একজন সোশ্যাল ওয়ার্কার। তাই সমাজের ভাল কাজ করতেই তিনি চান। এই সব কারণেই সরে এলেন তিনি। সুভদ্রা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী। একের পর এক ভাল সিরিয়াল তিনি মানুষকে উপহার দিয়েছেন। সিনেমাতেও তাঁকে অনেক চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

Published by:Piya Banerjee
First published:

Tags: BJP, Subhadra mukherjee, Tollywood