#কলকাতা: টলিউডের মিষ্টি হাসির নায়িকার আজ জন্মদিন । নিশ্চয়ই বুঝতে পারলেন কার কথা বলা হচ্ছে । ঠিকই ধরেছেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়েরই জন্মদিন আজ। তবে ছোট্ট একটা চমক রয়েছে এই দিনটা ঘিরে। কাকতালীয় ভাবে শ্রাবন্তী ও তাঁর স্বামী রোশনের জন্ম একইদিনে । অর্থাৎ তাঁদের জন্মের তারিখ একই। আর সেটা হল ৩১ অগাস্ট ।
এই দিনটা তাই সিং পরিবারে ডবল ধামাকা । ছেলে আর পুত্রবধূর জন্মদিন একইসঙ্গে পালিত হয় এ দিন। লকডাউনে অবশ্য চারপাশের পরিবেশটা অনেকটাই আলাদা । খুব বড়সড় পার্টি বা রেস্তোরাঁয় ঢুঁ মারা কোনওটাই সম্ভব নয় ।
নিজেদের মতো করে, ঘনিষ্ঠদের উপস্থিতিতে তাই হল ছিমছাম জন্মদিনের সেলিব্রেশন । তবে আসল উপহার তো নায়িকার কাছে গচ্ছিত ছিলই । চুম্বনে ভরালেন হাবি রোশনকে । সেই ছবি শেয়ার করে বার্থডে উইশ করলেন শ্রাবন্তী ।View this post on Instagram
পিছিয়ে নেই স্বামী রোশন সিং-ও । তিনিও স্ত্রী’কে বার্থ ডে উইশ করলেন মিষ্টি ক্যাপশন আর ছবিতে ।View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Srabanti Chatterjee