হোম /খবর /বিনোদন /
একে অপরের মধ্যে ভালবাসা ও পজিটিভ ভাবনা ছড়ানোর আর্জি ঋতুপর্ণা সেনগুপ্তর !

একে অপরের মধ্যে ভালবাসা ও পজিটিভ ভাবনা ছড়ানোর আর্জি ঋতুপর্ণা সেনগুপ্তর !

মানুষকে অনেক বেশি পজেটিভ হতে হবে। নেগেটিভ চিন্তা থেকে বেড়িয়ে আসতে হবে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: সুশান্ত সিং রাজপুতের এইভাবে মৃত্যু মেনে নিতে পারেনি গোটা দেশের মানুষ। তাঁর আত্মহত্যাতে খালি হয়ে গিয়েছে সকলের বুক। অনেকেই ভাবছেন মিষ্টি হাসির ছেলেটার মনে এমন কি ছিল, যা তাঁকে মৃত্যুকেই বেছে নিতে বাধ্য করলো ! তাঁর মৃত্যুতে টলিউডেও নেমেছে শোকের ছায়া। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সুশান্তের মৃত্যু খবর পেয়েই ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে লিখেছিলেন, "এটা ভয়ঙ্কর খবর। সুশান্ত সিং রাজপুতের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া যায় না। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। "

এভাবেই ভেঙে পড়েছিলেন ঋতুপর্ণা। আজ ফের তিনি তাঁর ইনস্টাতে একটি পোস্ট করেন। সেখানে নিজের ছবি শেয়ার করেন। সেই সঙ্গে লেখেন, "ভালবাসা ছড়াও। পজিটিভিটি ছড়াও।" বর্তমান পরিস্থিতি ও সুশান্তের মৃত্যুতেই এই ভাবনা এসেছে অভিনেত্রীর মনে। মানুষকে অনেক বেশি পজেটিভ হতে হবে। নেগেটিভ চিন্তা থেকে বেড়িয়ে আসতে হবে। একে অপরকে ভালবাসতে হবে। এই বার্তায় দিতে চাইলেন ঋতুপর্ণা।

View this post on Instagram

Spread love! Spread positivity!! . . #KeepLiving #KeepLoving #positivity

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks) on

Published by:Piya Banerjee
First published:

Tags: Instagram, Rituparna Sengupta, Tollywood