হোম /খবর /বিনোদন /
অভিনেতা জিতের কাছে অমিতাভের চিঠি! দেখুন কী আছে লেখা...

অভিনেতা জিতের কাছে অমিতাভের চিঠি! দেখুন কী আছে লেখা...

Amitabh Bachchan with Jeet

Amitabh Bachchan with Jeet

জিতের সঙ্গে অমিতাভের সম্পর্ক যেন ঠিক গুরু-শিষ্যের মতো৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: অভিনেতা জিতের কাছে অমিতাভের চিঠি৷ সকলের সামনে তা প্রকাশ করলেন জিত! অমিতাভের ভক্ত জিত বোল বচ্চন নামের ছবিতে অভিনয় করেছেন৷ বোল বচ্চন নামের ছবিতে কাজ করার কারণই ছিল বচ্চন সাহবের ভক্ত হিসেবে গুরুর প্রতি তাঁর শ্রদ্ধা জানানো৷ অমিতাভ নিজেও জানেন সে কথা৷ জিতের ৫০তম ছবি 'শেষ থেকে শুরু'-র জন্য বিগ বি নিজে পাঠিয়েছিলেন শুভেচ্ছাও৷ তাই তো বলা যায় যে, জিতের সঙ্গে অমিতাভের সম্পর্ক যেন ঠিক গুরু-শিষ্যের মতো৷ জিতের বেশ কিছু ছবিও তিনি দেখেছেন বলে জানিয়েছেন স্বয়ং অমিতাভ৷ তবে তাঁদের এই সম্পর্ক শুরু বহু বছর আগে থেকে৷ যখন জিতকে চিঠি পাঠিয়েছিলেন অমিতাভ বচ্চন! সেই পুরনো চিঠি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন জিৎ৷

বছরটা ১৯৯৬৷ তখন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলছে জিতের লড়াই৷ কলকাতা থেকে মুম্বই অভিনয়ের টানে ছুটে বেড়াচ্ছেন তিনি৷ সেই সময় তাঁর কাছে চিঠি আসে এবিসিএলের পক্ষ থেকে৷ সেই সময় অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড একটি প্রতিযোগিতা শুরু করেছিল৷ নাম ছিল স্টারট্র্যাক৷ নতুন অভিনেতাদের কাজের সুযোগ করে দেওয়াই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দ্যেশ্য৷ সেখানে অংশগ্রহণ করেন জিৎ৷ নিজের নাম নথিভুক্ত করেন তিনি৷ এবং ডাকও পেয়ে যান৷

প্রতিযোগিতার প্রথম দফা পরীক্ষার জন্য তাঁর কাছে আসে চিঠি৷ যাতে জানানো হয় যে, ইন্টারভিউ এবং অডিশন হবে তাঁর৷ নিজের প্রতিভা মেলে ধরতে তাঁর সামনে থাকবে কিছুটা সময়৷ তাতেই বুঝিয়ে দিতে হবে নিজের গুরুত্ব৷ সেখানে নির্বাচিত হলে তিনি স্টারট্র্যাক স্কুলে যেতে পারবেন৷ সেখানে থেকে টিভি, ম্যাগাজিন, সংবাদপত্রে কাজের সুযোগ পাবেন৷ সেই ইন্টারভিউয়ের তারিখ ছিল ৮ জানুয়ারি, ১৯৯৬৷ এবং ইন্টারভিউয়ের স্থান ছিল কলকাতার তাজ বেঙ্গল হোটেল৷

পুরনো সেই চিঠির দেখা মিলল জিতের ইনস্টাগ্রামের পেজে৷ যাঁকে ভরসা করবে, তিনিই ভরসা জোগাবেন৷ ছবি পোস্ট করে লিখলেন জিত৷ এই চিঠি পাওয়ার পর কেটে গিয়েছে অনেক গুলি বছর৷ জিতের জীবনে তারপর এসেছে বিশাল পরিবর্তন৷ তিনি এখন বাংলার সুপারস্টার৷ তাঁর কাজের প্রসংশা করেছেন বিগ বিও৷ কোনও কিছুর প্রতি বিশ্বাস রাখলে যে, সেই বিশ্বাস ফিরে আসে, সেটাই বোঝাতে চেয়েছেন অভিনেতা ও প্রযোজক জিৎ৷

Published by:Pooja Basu
First published:

Tags: Amitabh Bachchan, Jeet