• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • পরেছিলেন স্নানের পোশাক, পা তুলতেই যা হল...দেখুন জিতের ভাইরাল ভিডিও!

পরেছিলেন স্নানের পোশাক, পা তুলতেই যা হল...দেখুন জিতের ভাইরাল ভিডিও!

Actor Jeet

Actor Jeet

ছবিতে তিনি যেরকম চরিত্রেই দেখা যাক না কেন, বাস্তবে তিনি খানিক গম্ভীর...

 • Share this:

  #কলকাতা: পরেছিলেন বাথরোব৷ সেই স্নানের কাপড় পরেই বাতাসে উড়িয়ে দিলেন জুতো৷ আর নিমেষে সেই জুতো পরতেই ওঠালেন পা! অভিনেতা জিতের এধরণের আচরণ তাঁর ভক্তদের বেশ অবাক করবে! কারণ অভিনেতা জিত বেশ রাসভারী মানুষ৷ ছবিতে তাঁকে যেরকম চরিত্রেই দেখা যাক না কেন, বাস্তবে তিনি খানিক গম্ভীর৷ তাই তো সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি বা ভিডিও থাকে অন্যরকম৷ কখনও পরিবারের সঙ্গে ছবি বা ভিডিও তো কখনও নিজের ফিল্মের প্রচারে ছবি পোস্ট করে থাকেন তিনি৷ এটাই সাধারণ চিত্র৷ তবে ইদানিং নিজের স্বভাবে কিছুটা বদল এনেছেন সুপারস্টার৷ প্রচারের জন্য ছবি পোস্টের পাশাপাশি এখন তিনি মেতেছেন ভাইরাল ভিডিওর ট্রেন্ডে৷ বিশেষ করে ইনস্টাগ্রামে বেশ কিছু নতুন ফিচার এসেছে৷ যা নিয়ে অভিনেতা জিৎ খুবই আগ্রহী হয়ে পড়েছেন৷ নিজেই স্বীকার করেছেন সে কথা৷ তাই তো ইনস্টাগ্রামের রিল ফিচারে নিজের ভিডিও পোস্ট করেছেন তিনি৷

  যেই ভিডিওটি তিনি পোস্ট করেছেন এবং যা ভাইরাল হয়েছে, তা বেশ মজার৷ যেভাবে আমরা বলি রেডি, স্টেডি, গো...ঠিক তেমনভাবেই জিতও মুহূর্তে হয়ে গেলেন রেডি! মুহূর্তে বাথরোব ছেড়ে তিনি পরে ফেললেন জিন্স-টিশার্ট! আর এসব ইনস্টাগ্রামের কামাল!

  তবে শুধু এই ভিডিও নয়, নিজের বেশ কিছু জবরদস্ত ছবিও পোস্ট করেছেন অভিনেতা৷ জিত সুপুরুষ৷ আর তাঁর স্টাইল জ্ঞানও মারাত্মক৷ আপাতত তাঁর লম্বা চুলই স্টাইল৷ সেভাবেই বেশকিছু দারুণ ছবি তিনি পোস্ট করলেন৷ যা দেখে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে৷

  View this post on Instagram

  Happy Mahanabami

  A post shared by Jeet (@jeet30) on

  এর পাশাপাশি চুল বেঁধে পোনিটেলেও ছবি পোস্ট করেছেন তিনি৷ যাতে রয়েছে দুষ্টমিষ্টি ছোঁয়া!

  View this post on Instagram

  #AmarPujoReel #reels #reelsinstagram #igree

  A post shared by Jeet (@jeet30) on

  এরই মধ্যে মুক্তি পেয়েছে জিৎ প্রযোজিত সুইৎজারল্যান্ড ছবির গান ও ট্রেলার৷ এই ছবির একটি গানে তাঁকেও দেখা গিয়েছে৷ দুর্গাপুজো উপলক্ষ্যে এই গানটি বেশ হিট হয়েছে৷

  দেখুন...

  Published by:Pooja Basu
  First published: