#কলকাতা: পরেছিলেন বাথরোব৷ সেই স্নানের কাপড় পরেই বাতাসে উড়িয়ে দিলেন জুতো৷ আর নিমেষে সেই জুতো পরতেই ওঠালেন পা! অভিনেতা জিতের এধরণের আচরণ তাঁর ভক্তদের বেশ অবাক করবে! কারণ অভিনেতা জিত বেশ রাসভারী মানুষ৷ ছবিতে তাঁকে যেরকম চরিত্রেই দেখা যাক না কেন, বাস্তবে তিনি খানিক গম্ভীর৷ তাই তো সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি বা ভিডিও থাকে অন্যরকম৷ কখনও পরিবারের সঙ্গে ছবি বা ভিডিও তো কখনও নিজের ফিল্মের প্রচারে ছবি পোস্ট করে থাকেন তিনি৷ এটাই সাধারণ চিত্র৷ তবে ইদানিং নিজের স্বভাবে কিছুটা বদল এনেছেন সুপারস্টার৷ প্রচারের জন্য ছবি পোস্টের পাশাপাশি এখন তিনি মেতেছেন ভাইরাল ভিডিওর ট্রেন্ডে৷ বিশেষ করে ইনস্টাগ্রামে বেশ কিছু নতুন ফিচার এসেছে৷ যা নিয়ে অভিনেতা জিৎ খুবই আগ্রহী হয়ে পড়েছেন৷ নিজেই স্বীকার করেছেন সে কথা৷ তাই তো ইনস্টাগ্রামের রিল ফিচারে নিজের ভিডিও পোস্ট করেছেন তিনি৷
যেই ভিডিওটি তিনি পোস্ট করেছেন এবং যা ভাইরাল হয়েছে, তা বেশ মজার৷ যেভাবে আমরা বলি রেডি, স্টেডি, গো...ঠিক তেমনভাবেই জিতও মুহূর্তে হয়ে গেলেন রেডি! মুহূর্তে বাথরোব ছেড়ে তিনি পরে ফেললেন জিন্স-টিশার্ট! আর এসব ইনস্টাগ্রামের কামাল!
তবে শুধু এই ভিডিও নয়, নিজের বেশ কিছু জবরদস্ত ছবিও পোস্ট করেছেন অভিনেতা৷ জিত সুপুরুষ৷ আর তাঁর স্টাইল জ্ঞানও মারাত্মক৷ আপাতত তাঁর লম্বা চুলই স্টাইল৷ সেভাবেই বেশকিছু দারুণ ছবি তিনি পোস্ট করলেন৷ যা দেখে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে৷
এর পাশাপাশি চুল বেঁধে পোনিটেলেও ছবি পোস্ট করেছেন তিনি৷ যাতে রয়েছে দুষ্টমিষ্টি ছোঁয়া!
এরই মধ্যে মুক্তি পেয়েছে জিৎ প্রযোজিত সুইৎজারল্যান্ড ছবির গান ও ট্রেলার৷ এই ছবির একটি গানে তাঁকেও দেখা গিয়েছে৷ দুর্গাপুজো উপলক্ষ্যে এই গানটি বেশ হিট হয়েছে৷
দেখুন...
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jeet, Viral Video