#কলকাতা: হাইওয়েতে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা৷ অঙ্কুশের গাড়িকে সজোরে ধাক্কা মারল লরি৷ দুমড়ে মুচড়ে গেল তার গাড়ির বিভিন্ন জায়গা৷ বিশেষ করে ড্রাইভারের সিটের পাশের জায়গাগুলিতে ক্ষতি হয়েছে মারাত্মক৷ লরির চালক মদ্যপ ছিলেন বলেই জানিয়েছেন অঙ্কুশ৷
ঘটনাটি নিজেই জানিয়েছেন অভিনেতা৷ নিজের ইনস্টাগ্রামে অঙ্কুশ লিখেছেন যে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় তার গাড়িতে ধাক্কা মারে একটি লরি৷ লরি চালক মদ্যপ ছিলেন৷ তিনি আরও বলেন যে ৯০ শতাংশ লরি চালকই মদ্যপ অবস্থায় গাড়ি চালান৷ দুর্ঘটনাটি ঘটার পর অঙ্কুশের নিরাপত্তারক্ষী গিয়ে লরি চালককে চেপে ধরেন৷ কিন্তু তিনি এতটাই বেসামাল ছিলেন যে তার সঙ্গে কথাও বলা সম্ভব হচ্ছিল না৷ 'এবাবা সেলিব্রিটির লাড়িতে মেরে দিলি!' এতটাই তাকে বলা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন অঙ্কুশ৷
তবে এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এমন ভাবে প্রচুর চালকই হাইওয়েতে লরি চালান বলে দাবি অঙ্কুশের৷ তাই যখন তখন এমন দুর্ঘটনা ঘটতেই পারে বলে অভিনেতার আশঙ্কা৷ তার ক্ষেত্রে যা ঘটেছে, সেই ছবি পোস্ট করে সকলকে সতর্ক হতে বলেন অঙ্কুশ৷
আরও পড়ুন সাদা শাড়ি-হাতে বীণা,সাক্ষাৎ মা সরস্বতীর রূপে 'ফাগুন বউ' ঐন্দ্রিলা!দেখুন ছবিদুর্ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেই, ইন্ডাস্ট্রির সকলে চিন্তিত হয়ে পড়েন৷ তিনি কেমন আছেন, সেই প্রশ্ন উঠতে থাকে৷ এই ঘটনায় অঙ্কুশের গাড়ি চোট পেলেও, তিনি সুস্থ রয়েছেন৷ লরি চালকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Ankush Hazra, Tollywood