#কলকাতা: প্রতি বছর নভেম্বরের মৃদু শীতল হাওয়া জানান দেয় উৎসব দোরগোড়ায়। না এটা যে সে উৎসব নয়। এটা হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিনোদনে পরিপূর্ণ এই সময় তিলোত্তমার যেন মেজাজই আলাদা। শহরের বড় বড় সিনেমা হল, থিয়েটার গুলি সিনেপ্রেমীদের আনাগোনায় এই ক’টা দিন নবরূপে সেজে ওঠে।
তবে এ বার করোনা আবহে চেহারা পালটেছে। বলাই যায়, বছরের শুরু থেকে শেষ সব আনন্দকেই মাটি করেছে করোনা। কিন্তু আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব হবে না, এটা কি মেনে নেওয়া যায়? না কখনই না। তাই চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর! ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালিত হবে আগামী বছরের ৮-১৫ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান হবে ভার্চুয়ালি। দর্শকেরা অনলাইনেই দেখবেন।
কলকাতার চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশের খ্যাতনামা তারকা থেকে পরিচালক সকলেই উপস্থিত থাকেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে বলিউডের তাবড় তাবড় অভিনেতা, অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান পর্যন্ত ছুটে আসেন। গল্প আড্ডায় ঝলমলিয়ে ওঠে নেতাজি ইনডোর স্টেডিয়ামের ভিতরটা। এই উদ্বোধনী অনুষ্ঠান হল সম্প্রীতির, সংস্কৃতির ঐতিহ্য। কিন্তু এই বছর সেই জৌলুস আর দেখা যাবে না। চেষ্টা করা হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটিকে ভার্চুয়ালি করার। অমিতাভ এবং শাহরুখ সহ অন্যান্য তারকাদের যদি ঘণ্টাখানেকের জন্য এই ভার্চুয়াল অনুষ্ঠানে হাজির করানো যায়, সেই প্রচেষ্টাই এখন চলছে।