#কলকাতা: দেশে কোভিড নাইনটিন রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমনের মোকাবিলায় বাড়তে পারে লকডাউন এর সময়সীমা। এই সময় প্রত্যেকেই নিজেদের নিজেদের মতন করে নতুন কিছু করার চেষ্টা করে যাচ্ছেন বাড়িতে থেকেই । সংগীতশিল্পীরা কখনো অনলাইন চ্যালেঞ্জ করছেন একে অপরকে, কখনো বা অনলাইন জ্যামিং করছেন বা ফেসবুক লাইভে আসছেন কিংবা পুরনো স্মৃতি ঝালিয়ে নিচ্ছেন। নতুন সৃষ্টিতেও মন দিয়েছেন অনেকেই। সামনেই পয়লা বৈশাখ । আর তাই সারেগামাপা ২০১৮-১৯ এর ১৬ জন নবীন প্রতিভা শ্রোতাদের উপহার দিতে চান নতুন গান। বাড়াতে চান বন্ধুত্বের হাত। অঙ্কিতা, স্নিগ্ধজিৎ, গৌরব, রাহুল , অবন্তী ,অনন্যা, অভ্রতনু, গুরু জিৎ, সুমন , স্নেহা , ঋষিতা লামা তন্ময়, হৃতি, প্রতিভা এবং প্রতিমা - এই ১৬ জন মিলে নববর্ষে অনলাইনে রিলিজ করবেন নতুন গান ' এসো বন্ধু ' । বেশ কিছুদিন ধরে ভাবনা চিন্তার পর হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে শুরু করে দিয়েছিলেন আলোচনা। সেখানেই ঠিক করে ফেলেছিলেন নতুন গানের রূপরেখা। বাড়িতে বসেই রেকর্ডিং এবং ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে স্টে হোম স্টে সেফের বার্তাই দিয়েছেন শিল্পীরা। সঙ্গীতায়োজন এর দায়িত্ব সামলেছেন অভ্রতনু এবং ভিডিওটি এডিট করেছেন রাহুল। গান লিখেছেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। এসো বন্ধু নতুন করে বন্ধুত্বের কথা বলছে, বলছে ভালোবাসার কথা, বলছে নতুন আশার কথা । নতুন বছরে করোনার প্রকোপকে জয় করে মানব সভ্যতার এগিয়ে যাওয়ার আশা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali New Year, Kolkata, Music