হোম /খবর /বিনোদন /
পয়লা বৈশাখে ঘরে বসেই শ্রোতাদের উপহার ! ১৬ জন নবীন প্রতিভার নতুন গান 'এসো বন্ধু '

পয়লা বৈশাখে ঘরে বসেই শ্রোতাদের উপহার ! ১৬ জন নবীন প্রতিভার নতুন গান 'এসো বন্ধু '!

সারেগামাপা ২০১৮-১৯ এর ১৬ জন নবীন প্রতিভা শ্রোতাদের উপহার দিতে চান নতুন গান।

  • Share this:

#কলকাতা: দেশে কোভিড নাইনটিন রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমনের মোকাবিলায় বাড়তে পারে লকডাউন এর সময়সীমা।  এই সময় প্রত্যেকেই নিজেদের নিজেদের মতন করে  নতুন কিছু করার চেষ্টা করে যাচ্ছেন বাড়িতে থেকেই । সংগীতশিল্পীরা কখনো অনলাইন চ্যালেঞ্জ করছেন একে অপরকে, কখনো বা অনলাইন জ্যামিং করছেন বা ফেসবুক লাইভে আসছেন কিংবা পুরনো স্মৃতি ঝালিয়ে নিচ্ছেন। নতুন সৃষ্টিতেও মন দিয়েছেন অনেকেই। সামনেই পয়লা বৈশাখ । আর তাই সারেগামাপা ২০১৮-১৯ এর ১৬ জন নবীন প্রতিভা শ্রোতাদের উপহার দিতে চান নতুন গান। বাড়াতে চান বন্ধুত্বের  হাত। অঙ্কিতা, স্নিগ্ধজিৎ, গৌরব, রাহুল , অবন্তী ,অনন্যা, অভ্রতনু, গুরু জিৎ, সুমন , স্নেহা , ঋষিতা লামা তন্ময়, হৃতি, প্রতিভা এবং প্রতিমা  - এই ১৬ জন মিলে নববর্ষে অনলাইনে রিলিজ করবেন নতুন গান '  এসো বন্ধু ' ।  বেশ কিছুদিন ধরে ভাবনা চিন্তার পর হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে শুরু করে দিয়েছিলেন আলোচনা। সেখানেই ঠিক করে ফেলেছিলেন নতুন গানের রূপরেখা। বাড়িতে বসেই রেকর্ডিং এবং ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে স্টে হোম  স্টে সেফের বার্তাই দিয়েছেন শিল্পীরা। সঙ্গীতায়োজন এর দায়িত্ব সামলেছেন অভ্রতনু এবং ভিডিওটি এডিট করেছেন রাহুল। গান লিখেছেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। এসো বন্ধু নতুন করে বন্ধুত্বের কথা বলছে, বলছে ভালোবাসার কথা, বলছে নতুন আশার কথা । নতুন বছরে করোনার  প্রকোপকে জয় করে মানব সভ্যতার এগিয়ে যাওয়ার আশা।

শহরে যখন দিন ফুরায় গোধূলি লগন ব্যস্তবাগীশ মুখগুলোর দুঃখেরা গোপন
 পাড়ায় পাড়ায় চেনা চেনা মুখ খুশির সমাগম আমরা তখন সুরে সুরে গানে আঁকি জীবন আমরা অন্য স্রোতে বইতে চাই তাই গানে খুঁজি আশা
 আমরা কাঁধে কাঁধ রেখে দু'হাতে ছড়াই মনের কুয়াশা
এসো বন্ধু কুড়োই কিছু ভালোবাসা
এসো বন্ধু ছড়াই কিছু ভালোবাসা।।
ঘর ছেড়ে আজ গানের প্রেমে ফের বেঁধেছি ঘর
গান যে মনের মুক্তি খোঁজে হৃদয়ের অগোচর পাল্টে দেবার জেহাদ আমার বন্দী সিংহাসন
খাঁচায় বেধে রাখবি কে বল সুরেরই আসন
তাই নতুন পথে আজ হাঁটছি
ফের বাংলা ভাষায় গান বাঁধছি
 কিছু সুরের ভেলায় কিছু গল্প কথায়
 কিছু দিনবদলেরই নেশায়
আমরা অন্য কথা বলতে চাই
মুছিয়ে দিয়ে সব ব্যর্থতা
আমরা একই সাথে গলা মেলাই
 ভুলিয়ে সকল জটিলতা
এসো বন্ধু ...।
DEBAPRIYA DUTTA MAJUMDAR
Published by:Piya Banerjee
First published:

Tags: Bengali New Year, Kolkata, Music