#কলকাতা: নতুন বছরের শুরু থেকেই টলিউডে নতুন গুঞ্জন ৷ অভিনেতা ও তৃণমূল সাংসদ নুসরত জাহান এবং নিখিল জৈনের সোনার সংসার নাকি ভাঙতে চলেছে ৷ আর এই ভাঙনের নেপথ্যে রয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত ৷ তবে এই নিয়ে হাজার গুঞ্জন রটলেও, সোশ্যাল মিডিয়ায় নানা ট্রোল হলেও, এ ব্যাপারে একেবারেই মুখ খুলতে নারাজ যশ ও নুসরত কেউ-ই ৷ কিন্তু লোকের মুখ কি আটকানো সম্ভব !
সে যাই হোক এরই মাঝে নুসরত ও যশ দাশগুপ্ত একসঙ্গে অংশ নিলেন মাচা অনুষ্ঠানে ৷ কুলগাছিয়ার এক মাচা অনুষ্ঠানের স্টেজে একসঙ্গে দেখা গেল যশ ও নুসরতকে ৷ তবে এই অনুষ্ঠানে তাঁদের নিয়ে হওয়া ‘সম্পর্ক’ গুঞ্জন নিয়ে কোনও মন্তব্যই করেননি যশ ও নুসরত ৷টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, এই মাচা অনুষ্ঠানে যাওয়ার পথেই যশের গাড়িতে ভাঙচুড় হয় ৷ সংবাদমাধ্যমকে যশ জানিয়েছেন, ‘চা খেতে নেমেছিলেন গাড়ি থেকে ৷ খাওয়া-দাওয়া সেরে ফিরে এসে দেখি গাড়ির স্ক্রিন ভেঙে গিয়েছে ৷ স্থানীয় লোকেরা বললেন, মানসিক ভারসাম্য হারানো কোনও এক ব্যক্তির কাজ ৷ ’গপ্পোটা শুরু হয়েছে ইনস্টাগ্রামের এক হ্যাশট্যাগ নিয়েই ৷ যার থেকেই রটে গিয়েছে যশ দাশগুপ্ত ও নুসরত নাকি একসঙ্গে ঘুরতে গিয়েছেন ৷ আর সেই ঘোরার গল্পই ছড়িয়ে গিয়ে নুসরত-নিখিলের অন্দর মহলে ৷এমনকী, দেখা গিয়েছে নুসরত-নিখিল নাকি দু’জনেই ইনস্টাগ্রামে নিজেদের আনফলো করেছেন ৷View this post on Instagram