#কলকাতা: বিদেশি ছবি ছেড়েই দিন! বলিউডেও বেশকিছু বছর ধরে নাচ-কে কেন্দ্র করে ছবি বানানো হচ্ছে। তৈরি হয়েছে 'এবিসিডি'র মতো সুপারডুপার হিট ফ্র্যাঞ্চাইজি! এবার পিছিয়ে নেই টলিউডও! শুটিং শুরু হচ্ছে বাংলার প্রথম 'ডান্স মুভি'--'ডি4 ডান্স'! পরিচালক খ্যাতনামা কোরিওগ্রাফার, পরিচালক বাবা যাদব। আর সেখানে দেব বা জিৎ নন! নায়কের চরিত্রে থাকছেন অঙ্কুশ!
এখন শরীরচর্চা আর নাচের প্রশিক্ষণের জন্য স্টার মুম্বইয়ে। কড়া শেডিউল! আর এক্সারসাইজ করতে গিয়েই ডান হাঁটুতে চোট লাগল 'ইডিয়ট' স্টারের। সরে গিয়েছে মালাইচাকি। ভীষণ ব্যথা! হাঁটতেও বেশ কষ্ট হচ্ছে। কিন্তু তারমধ্যেও, বাদ পড়েনি রুটিনমাফিক শরীরচর্চা! পেনকিলার খেয়ে নায়ক নেমে পড়ছেন ময়দানে!
ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করে হাঁটু ব্যাথার কথা জানালেন অঙ্কুশ...
সঙ্গে পোস্ট করলেন এক্সারসাইজের একটি ভিডিও- ও
উৎসবের মরসুমে যদি ‘ডি ফর ডান্স’ রিলিজ করতে হয়, তাহলে ১৫ জুলাইয়ের মধ্যেই শ্যুটিং শুরু করতে হবে। আর এই অবস্থায় নিজের শারীরিক অসুস্থতার জন্য একটা দিনও ছুটি নিতে চান না চূড়ান্ত প্রফেশনাল সুপারস্টার!
আরও পড়ুন-আজ ইদে কিং খানের 'মন্নত' ফিকে! কিন্তু কেন? জানতে পড়ুন