#কলকাতা: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় ৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় এক লম্বা পোস্টের মধ্যে দিয়ে সবাইকে একথা জানালেন অভিনেতা ৷ সোহম, অপরাজিতা আঢ্য, সুদীপ্তা চক্রবর্তী, রাজ চক্রবর্তীর পর করোনা ভাইরাসে আক্রান্ত হলেন টলিপাড়ার আরেক অভিনেতা ৷
অভিনেতা আবির চট্টোপাধ্যায় ফেসবুকে পোস্ট করে লিখলেন, ‘ফের প্রমাণ হলো, জীবনে কোনও কিছুই নিশ্চিত নয় ৷ শ্যুটিং ফ্লোরে সমস্ত সতর্কতা নেওয়ার পরেও, রক্ষা হলো না ৷ হয়েই গেলাম কোভিড পজিটিভ !’
আবির তাঁর পোস্টে আরও লিখলেন, ‘অদ্ভুতভাবে আমি একেবারেই ফিট রয়েছি ৷ শুধুমাত্র গন্ধ পাচ্ছি না কোনও কিছু থেকেই ৷ তারপরই টেস্ট করাই৷ নিজেকে আইসোলেটেড করেছি ৷ আমার পরিবারের সদস্যরাও খুব শীঘ্রই টেস্ট করবে নিজেদের ৷ তবে আশা করি তাঁরা সুস্থ আছেন ৷ ’
আবির সবার কাছে আবেদন করে লিখলেন, ‘এর মধ্যে আমার সংস্পর্শে বা আমার কাছাকাছি যাঁরা এসেছেন, তাঁরা দয়া করে টেস্ট করিয়ে নিন ৷ আর সবার প্রার্থনায় আমি দ্রুত সুস্থ হয়ে উঠব সেটা আমি জানি ... এই সময়টা আপনাদের সঙ্গে চাই...’
বলিউডেও পর পর সেলিব্রিটিরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই, কৃতি শ্যানন, বরুণ ধাওয়ান, নীতু কাপুর..তালিকা অনেক লম্বা ৷
কিছুদিন আগেই মুক্তি পেয়েছ আবির চট্টোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র-র ছবি ‘সুইজারল্যান্ড’ ৷ করোনা আবহে যেখানে সিনেমাহলে দর্শক সংখ্যা বেশ কম নজরে পড়ছে, সেই অবস্থাতেও এই ছবির বহু শো-ই হাউজফুল হয়েছিল৷ শুধু তাই নয়, সমালোচক থেকে দর্শক সবারই প্রশংসা পেয়েছে আবির ও রুক্মিণীর ফ্রেশ জুটি !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abir Chatterjee, Covid ১৯