corona virus btn
corona virus btn
Loading

শুভ জন্মদিন করণ জোহর

শুভ জন্মদিন করণ জোহর
করণ জোহর (ফাইল ছবি)

করণ জোহর ভারতীয় চলচ্চিত্রের এক অন্যতম জনপ্রিয় নাম ৷ একাধারে তিনি একজন বিখ্যাত নির্দেশক, প্রযোজক, টিভি সেলিব্রিটি, সঙ্গে একজন ভাল অভিনেতাও ৷

  • Share this:
#মুম্বই: করণ জোহর ভারতীয় চলচ্চিত্রের এক অন্যতম জনপ্রিয় নাম ৷ একাধারে তিনি একজন বিখ্যাত নির্দেশক, প্রযোজক, টিভি সেলিব্রিটি, সঙ্গে একজন ভাল অভিনেতাও ৷ হিরু জোহর, জশ জোহরের সন্তান করণ, বলিউডের অন্যতম সফল পরিচালকও বটে ৷ আজ তাঁর শুভ জন্মদিনে আমাদের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা ৷ করণ বলিউডে পা রেখেছিলেন একজন অভিনেতা হিসাবে ১৯৯৫ এ মুক্তিপ্রাপ্ত ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ছবি দিয়েই যাত্রা শুরু হয়েছে ৷ এই ছবিতে সহ পরিচালনার সঙ্গে সঙ্গে চিত্রনাট্য রচনায় তিনি পরিচালক আদিত্য চোপড়ার সহযোগী হিসাবেও কাজ করেছেন ৷ এরপর শাহরুখ খানের সঙ্গেই কাজ করেছেন, দেখেছেন তাঁর কস্টিউমসও  'দিল তো পাগল হ্যায়', 'ডুপলিকেট', 'মোহাব্বতে', 'ম্যায় হুঁ না', 'বীর-জারা', 'ওম শান্তি ওম' প্রভৃতি ছবিতে ৷ তিনি শাহরুখ খানের অন্তরঙ্গের বন্ধুও বটে ৷ ১৯৯৮-এ মুক্তিপ্রাপ্ত 'কুছ কুছ হোতা হ্যায়' ছবি দিয়েই নির্দেশক হিসাবে যাত্রা শুরু করেছিলেন করণ, সৌজন্যে বাবার নির্মিত ধর্মা প্রোডাকশন ৷ এই ছবির জন্য সেরা নির্দেশকের সম্মান পেয়েছেন ৷ নির্দেশক হিসাবে পরবর্তী ছবি 'কভি খুশি কভি গম' ফিল্ম ফেয়ারের ৫টি পুরস্কার পেয়েছে ৷ এক কথায় তাঁকে সুপারহিট সম্রাট ও বলা য়েতে পারে ৷
চলচ্চিত্রর সঙ্গে সঙ্গে টেলিভিশনেও সমান উজ্জ্বল করণ জোহর 'কফি উইথ করণ', 'ঝলক দিখলা জা' প্রভৃতি শো নজরকাড়া সাফল্য এনে দিয়েছিল তাঁকে ৷ সব কিছুর শেষে বলা যেতে পারে বলিউডের অন্যতম এক বিশেষ প্রতিভার অধিকারী করণ জোহর ৷ আপনি সুস্থ থাকুন, ভাল থাকুন ৷ আজকের ই দিন শুধু আপনারই হোক ৷ আরও পড়ুন  হনিমুন, নাকি অন্য কোথাও গেলেন রাজ-শুভশ্রী?
First published: May 25, 2018, 11:24 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर