#কলকাতা: ২০১১ সালে মুক্তি পেয়েছিল দেবের সুপারহিট সিনেমা রোমিও! ছবির একটা গান 'মালা রে' তো আজও দেবের অনুরাগীদের মুখে মুখে ফেরে! এবার সেই গানেই জমিয়ে নাচলেন বাংলাদেশের সেনা-জওয়ানরা! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের ৩ জওয়ানের 'মালা রে' গানে তুমুল নাচ! দেবের একটি ফ্যান পেজের তরফে ভিডিওটি শেয়ার করা হয়! দেবের চোখে পড়তেই তিনি ফের ভিডিওটি রি-ট্যুইট করেছেন! ক্যাপশনে লিখেছেন, 'আপ্লুত'!
Humbled https://t.co/7ONq5hbBxs
— Dev (@idevadhikari) March 7, 2021
'মালা রে' গানে বাংলাদেশের সেনা জওয়ানদের নাচের ভিডিওটি ট্যুইটারে শেয়ার করে দেবের ফ্যান পেজের তরফে লেখা হয়, ''ইউটিউব ঘাটতে ঘাটতে আচমকাই বাংলাদেশের সেনা জওয়ানদের এই নাচের ভিডিওটি দেখতে পাই। দেবের গানের সঙ্গে কী অপূর্ব নাচছেন জওনরা।''
প্রসঙ্গত, 'রোমিও'-র পরিচালক ছিলেন সুজিত মণ্ডল, ছবিতে দেবের বিপরীতে দেখা মিলেছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।