Home /News /entertainment /
কখনও নারী, কখনও পুরুষ, ‘একই অঙ্গে এত রূপ’- Tiktok Video তে নয়া সেনসেশন মন্টি রায়!!!

কখনও নারী, কখনও পুরুষ, ‘একই অঙ্গে এত রূপ’- Tiktok Video তে নয়া সেনসেশন মন্টি রায়!!!

Photo- Instagram

Photo- Instagram

কয়েক সেকেন্ডেই পরিণত হন লাস্যময়ী সুন্দরীতে!!!

 • Share this:

  #কলকাতা: এই  তিনি টিশার্ট পরে আপনার পাশের বাড়ির ছেলেটা,আবার মিউজিকের একটা বিটের বদলে তিনিই অপরূপা নারী ৷ মন্টি রায় নাম থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মঞ্চে তিনি নিজের ভিডিও আপলোড করছেন ৷  মেকআপের পরে এতটাই পরিবর্তন হয় যেকোনও ডাকসাইটে সুন্দরীকে বলে বলে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন ৷

  কখনও ইউটিউব, কখনও ইনস্টাগ্রাম , কখনও আবার Tiktok  ৷ সোশ্যাল মিডিয়া এখন এমন একটা মঞ্চ যেখানে সবাই সহজেই নিজের প্রতিভা তুলে ধরতে পারেন ৷ তেমনিই এই মন্টি ৷ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নিজেকে তুলে ধরেছেন মডেল-ডান্সার হিসেবে ৷ একাধিক ভিডিওতে তিনি যেমন পুরুষ থেকে নারী হওয়ার জার্ক দিয়েছেন , তেমনিই কোনটিতে আবার তিনি শুধুই মেয়ে ৷

  আরও পড়ুন - সিঁথিতে তাঁর অন্যের নামের সিঁদুর, তবুও রণবীর কাপুরের ‘এই’ বিষয়ে আজও একইভাবে আবেগপ্রবণ দীপিকা এঁর ট্রেন্ডিং ভিডিও এঁকে কতটা জনপ্রিয় করে সেটা বলবে সময় ৷ আরও দেখুন
  Published by:Debalina Datta
  First published:

  Tags: TikTok Video, Viral Video, টিকটক ভিডিও, ভাইরাল ভিডিও

  পরবর্তী খবর