Home /News /entertainment /
মাইকেল জ্যাকসনকে নকল করলেন টাইগার !

মাইকেল জ্যাকসনকে নকল করলেন টাইগার !

File Photo

File Photo

জ্যাকি পুত্র ৷ বলিউডে পা রেখেই নানা কারণে বলিউড গুঞ্জনে ৷ ঝুলিতে মাত্র তিনটে ছবি ৷ তবে কোনওটিই বক্স অফিসে সফল নয় ৷ তবে

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: জ্যাকি পুত্র ৷ বলিউডে পা রেখেই নানা কারণে বলিউড গুঞ্জনে ৷ ঝুলিতে মাত্র তিনটে ছবি ৷ তবে কোনওটিই বক্স অফিসে সফল নয় ৷ তবে নিজের আলাদা আন্দাজ, নিজের অভিনয় ক্ষমতার জন্য আলাদা করে নজর কাড়েন টাইগার শ্রফ ৷

  তবে নিজেকে সবার কাছে তুলে ধরতে এবার টাইগার সাজলেন মাইকেল জ্যাকসন ! গপ্পোটা হল, জলদিই আসতে চলেছে টাইগার শ্রফ অভিনীত ছবি ‘মুন্না মাইকেল’ ৷ আর এই ছবির ফার্স্টলুকই ট্যুইটারে আপলোড করলেন টাইগার শ্রফ ৷

  তবে এই ছবি নিয়ে অল্প বিতর্কও রয়েছে ৷ ‘মুন্না মাইকেল’ ছবির গল্প চুরির করার অভিযোগে অভিযুক্ত হলেন বলিউডের এই নতুন হ্যান্ডসাম নায়ক!

  Capture

  খবরটা হল, মুম্বইয়ের এক উঠতি পরিচালক কীর্তিক কুমার পাণ্ডে, এক বন্ধুর সাহায্যে পৌঁছেছিলেন টাইগার শ্রফের কাছে ৷ কীর্তিকের কথায়, টাইগারকে একটা ছবির স্ক্রিপ্টও শুনিয়েছিলেন তিনি ৷ ছবির নাম ‘এমজি রির্টান’ ৷ পরিচালক জানিয়েছেন, এই ছবির গল্প শুনে টাইগার শ্রফ ও প্রযোজক সবির খান পরিচালককে কথা দিয়েছিল ছবিটি তৈরি করব বলে ৷ কিন্তু শেষমেশ আর নাকি ফাইনাল কথা হয়ে ওঠেনি ৷

  বুধবার ভারসোভা পুলিশের কাছে পরিচালক কীর্তিক কুমার অভিযোগ দায়ের করে বলেন যে টাইগার শ্রফ পুরো স্ক্রিপ্টটি চুরি করেন ৷ আর সেই স্ক্রিপ্টটি নিয়েই নাকি নতুন ছবি করছেন টাইগার ৷ ছবির নাম বদেল রেখেছেন ‘মুন্না অ্যান্ড মাইকেল !’ পরিচালক কীর্তিকের কথায়, ‘প্রায় এক বছর আগে টাইগার শ্রফ, চিত্রনাট্যটি চুরি করেন ৷ আর এখন আমি খবর পেয়েছি, আমার গল্প নিয়েই ছবিটি টাইগার তৈরি করতে চলেছেন ৷ আমি চিত্রনাট্য চুরির অভিযোগ দায়ের করেছি ৷ ’

  First published:

  Tags: Bollywood, Munna Michael, Tiger Shroff

  পরবর্তী খবর