#মুম্বই: জ্যাকি পুত্র ৷ বলিউডে পা রেখেই নানা কারণে বলিউড গুঞ্জনে ৷ ঝুলিতে মাত্র তিনটে ছবি ৷ তবে কোনওটিই বক্স অফিসে সফল নয় ৷ তবে নিজের আলাদা আন্দাজ, নিজের অভিনয় ক্ষমতার জন্য আলাদা করে নজর কাড়েন টাইগার শ্রফ ৷
তবে নিজেকে সবার কাছে তুলে ধরতে এবার টাইগার সাজলেন মাইকেল জ্যাকসন ! গপ্পোটা হল, জলদিই আসতে চলেছে টাইগার শ্রফ অভিনীত ছবি ‘মুন্না মাইকেল’ ৷ আর এই ছবির ফার্স্টলুকই ট্যুইটারে আপলোড করলেন টাইগার শ্রফ ৷
তবে এই ছবি নিয়ে অল্প বিতর্কও রয়েছে ৷ ‘মুন্না মাইকেল’ ছবির গল্প চুরির করার অভিযোগে অভিযুক্ত হলেন বলিউডের এই নতুন হ্যান্ডসাম নায়ক!
খবরটা হল, মুম্বইয়ের এক উঠতি পরিচালক কীর্তিক কুমার পাণ্ডে, এক বন্ধুর সাহায্যে পৌঁছেছিলেন টাইগার শ্রফের কাছে ৷ কীর্তিকের কথায়, টাইগারকে একটা ছবির স্ক্রিপ্টও শুনিয়েছিলেন তিনি ৷ ছবির নাম ‘এমজি রির্টান’ ৷ পরিচালক জানিয়েছেন, এই ছবির গল্প শুনে টাইগার শ্রফ ও প্রযোজক সবির খান পরিচালককে কথা দিয়েছিল ছবিটি তৈরি করব বলে ৷ কিন্তু শেষমেশ আর নাকি ফাইনাল কথা হয়ে ওঠেনি ৷
বুধবার ভারসোভা পুলিশের কাছে পরিচালক কীর্তিক কুমার অভিযোগ দায়ের করে বলেন যে টাইগার শ্রফ পুরো স্ক্রিপ্টটি চুরি করেন ৷ আর সেই স্ক্রিপ্টটি নিয়েই নাকি নতুন ছবি করছেন টাইগার ৷ ছবির নাম বদেল রেখেছেন ‘মুন্না অ্যান্ড মাইকেল !’ পরিচালক কীর্তিকের কথায়, ‘প্রায় এক বছর আগে টাইগার শ্রফ, চিত্রনাট্যটি চুরি করেন ৷ আর এখন আমি খবর পেয়েছি, আমার গল্প নিয়েই ছবিটি টাইগার তৈরি করতে চলেছেন ৷ আমি চিত্রনাট্য চুরির অভিযোগ দায়ের করেছি ৷ ’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Munna Michael, Tiger Shroff