corona virus btn
corona virus btn
Loading

তাহলে কী সত্যিই সিদ্ধার্থের প্রেমে পড়লেন আলিয়া !

তাহলে কী সত্যিই সিদ্ধার্থের প্রেমে পড়লেন আলিয়া !

ব্যাপারটা কী একেবারেই স্পষ্ট করতে চাইছেন আলিয়া ! নাকি এটা শুধুই একটা চমক ৷

  • Share this:

#মুম্বই: ব্যাপারটা কী একেবারেই স্পষ্ট করতে চাইছেন আলিয়া ! নাকি এটা শুধুই একটা চমক ৷ নাকি সত্যিই প্রেম শুরু আলিয়ার ৷ যে প্রশ্নটা এতদিন ঘুরে ফিরে বেরাচ্ছিল বলিউডের হাওয়ায়, সে প্রশ্নটা যেন আবার সামনে এল একটা ছবির মধ্যে দিয়ে ৷ আর সে ছবিটা আলিয়াই আপলোড করলেন নিজে !

আপাতত, আলিয়া ভাট ব্যস্ত রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ড্রিম ট্যুর নিয়ে ৷ সেখানে আলিয়ার সঙ্গে রয়েছে সিদ্ধার্থ মালহোত্রাও ৷ আলিয়া-সিদ্ধার্থ একসঙ্গে থাকবেন আর গুঞ্জন উড়বে না, সেটা তো হতেই পারে না ৷

এবারও ব্যাপারটা ঠিক এরকমই ঘটল ৷ তবে গুঞ্জনকে উসকে দিলেন আলিয়া বাট নিজেই ৷ সম্প্রতি আলিয়া ইনস্টাগ্রামে সিদ্ধার্থের সঙ্গে একটি ছবি আপলোড করে ফেললেন ৷ যেখানে আলিয়া রয়েছেন সিদ্ধার্থের আলিঙ্গনে ! সঙ্গে আলিয়া লিখলেন, ‘খুব এক শান্ত মুহূর্ত ৷ অদ্ভুত এক ভালো লাগা !’

করণ জহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে একসঙ্গেই কেরিয়ার শুরু করেছিলেন আলিয়া ও সিদ্ধার্থ মালহোত্রা ৷ সঙ্গে ছিলেন ডেভিড ধাওয়ান পুত্র বরুণ ধাওয়ান ৷ ছবিটি বক্স অফিসে তুমুল সাফল্য পায় ৷ সঙ্গে জনপ্রিয় হয় সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট জুটি ৷ আর সেখান থেকেই শুরু আলিয়া ও সিদ্ধার্থকে নিয়ে নানা জল্পনা-কল্পনা ৷

সম্প্রতি আলিয়া ও সিদ্ধার্থকে দেখা গিয়েছে শকুন বতরা পরিচালিত ছবি ‘কাপুর অ্যান্ড সন’-এ ৷ এই ছবিতেও প্রশংসিত হয় আলিয়া ও সিদ্ধার্থ মালহোত্রার জুটি ৷

jj

First published: August 18, 2016, 7:54 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर