হোম /খবর /বিনোদন /
ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে যোগদান! বাঙালি শিল্পীর বিদেশ যাত্রায় মুগ্ধ সকলে

ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে যোগদান! বাঙালি শিল্পীর জর্জিয়া যাত্রাতে আপ্লুত রাজ্য

ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে যোগ দিতে "জর্জিয়া" গেলেন স্বনামধন্য শিল্পী অলোক কুমার সরদার ।

  • Share this:

কলকাতা:  ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে যোগ দিতে “জর্জিয়া” গেলেন স্বনামধন্য শিল্পী অলোক কুমার সরদার । শিল্পের সঙ্গে দীর্ঘ ৪০-৪২ বছর ধরে যুক্ত তিনি। অনেক প্রতিকুলতা পেরিয়ে রবিবার তিনি বিদেশ পাড়ি দিলেন।

সম্প্রতি ভারত বাঙলাদেশ মৈত্রী র উপর আমন্ত্রণে যোগদান করেছেন এই শিল্পী। এ ছাড়া ভারতের বিভিন্ন জায়গায় প্রদর্শনী করেছেন তিনি।  ভারতের বাইরে ইতালি ,ইউক্রেন , জর্মান প্রদর্শনী করেছেন , এখন জর্জিয়ায় আমন্ত্রন পেয়ে অলোকবাবু অত্যন্ত আপ্লুত ।

সারা বিশ্ব থেকে ২০ জন শিল্পী আমন্ত্রিত হয়েছে এই অনুষ্ঠানে। তার মধ্যেই ভারতীয় আরও দুজন শিল্পী আছেন -সোমনাথ বিশ্বাস ও বিবেকানন্দ রায় । অলোক বাবু জানান,  তিনি সেখানে জীবন যুদ্ধ ,বিশ্ব মৈত্রী ও শান্তি নিয়ে কাজ করবেন । এতোদিন তিনি পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগে কর্মরত ছিলেন ,এখন তিনি স্বাধীন ভাবে কাজ করতে চলেছেন ।

Published by:Anulekha Kar
First published:

Tags: Entertainment