কলকাতা : লোকাল ট্রেন বন্ধ ৷ ফলে বনগাঁ এলাকায় কর্মহীন অসংখ্য হকার ৷ অন্য সময় ট্রেনের এক কামরা থেকে অন্য কামরায় ঘুরে ঘুরে জিনিস ফিরি করেই দিন গুজরান হয় তাঁদের ৷ ট্রেন বন্ধ হয়ে যাওয়ার ফলে অন্নসংস্থান তাঁদের কাছে দুঃসাধ্য হয়ে ওঠে ৷ গত বছর লকডাউনে কর্মহীন হকারদের কষ্ট ছুঁয়ে গিয়েছিল একদল থিয়েটার ফোরামের নাট্যকর্মীদের ৷
প্রথমে নিজেদের অর্থ দিয়েই হকারদের এক বেলা খাওয়ানো শুরু করেন তাঁরা ৷ হকারদের সঙ্গে এই প্রয়াসে সামিল করা হয় ভবঘুরেদেরও ৷ বনগাঁ স্টেশনের প্ল্যাটফর্মে পড়ত সারি সারি পাত ৷ নিরন্ন মুখগুলোর সামনে পরিবেশন করা হত গরম ভাত ৷ সামাজিক মাধ্যমে নিজেদের কাজের কথা জানাতেই শুভানুধ্যায়ীরা পাশে এসে দাঁড়ান ৷ ক্রাউড ফান্ডিং করে দু’ মাস ধরে খাওয়ানো হয় ওই অসহায় মুখগুলোকে ৷
একই প্রয়াস শুরু হয়েছিল কুচবিহার, বহরমপুর এবং গড়িয়াতে ৷ সবক্ষেত্রেই মূল উদ্যোগী ছিলেন নাট্যকর্মীরা ৷ পাশে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় থাকা অসংখ্য অচেনা মুখকে ৷ তাঁদের সাহায্যে দীর্ঘদিন খাওয়ানো হয়েছে ক্ষুধার্তদের ৷ থিয়েটার ফোরামের সত্যজিতের কথায়, ‘‘ সোশ্যাল মিডিয়া থেকে অসংখ্য মানুষের সাহায্য পেয়েছি ৷ অপরিচিত এই নেটিজেনদের পাশে না পেলে এই উদ্যোগ সফল হত না ৷’’
এ বছরও লকডাউনে আবার শুরু হয়েছে একই উদ্যোগ ৷ বনগাঁ স্টেশনে রোজ এক বেলা করে খাওয়ানো হচ্ছে প্রায় ৯০ জনকে ৷ কুচবিহারে দৈনিক ৮০ জনের কাছে পৌঁছে যাচ্ছে খাবার ৷ সেখানে ফাঁসির ঘাটে তোর্সা নদীর চরে বাসা বেঁধে থাকা বাসিন্দাদের সামনে পরিবেশন করা হচ্ছে খাবার ৷ হলদিবাড়িতে ভবঘুরেদের পাশাপাশি খাবার পৌঁছে দেওয়া হচ্ছে কোভিডরোগীদের কাছেও ৷ বহরমপুর শহরেও ঘুরে ঘুরে খাবার বিলি করা হচ্ছে ৷ সাহায্যের হাত পৌঁছে গিয়েছে পেট্রাপোল সীমান্তেও ৷ বিএসএফ-এর অনুমতি নিয়ে সেখানেও ভবঘুরেদের হাতে তুলে দেওয়া হয়েছে খাবারের প্যাকেট ৷
এই উদ্যোগের জন্য ডেকরেটর্সরা নিখরচায় তাঁদের বাসনপত্র দিয়েছেন ৷ নাট্যকর্মীরা নিজেরাই রান্নাবান্না এবং খাবার বিলির দায়িত্ব নিয়েছেন ৷ দলের মেয়েরা সামলাচ্ছেন রান্নার দিক ৷ তার পর খাবার প্যাকেটবন্দি করা থেকে বাসনমাজা, সে দায়িত্ব নিয়েছেন পুরুষরা ৷ ঘুরে ঘুরে খাবার বিলি করার কাজে সামিল নারীপুরুষ নির্বিশেষে সকলেই ৷
রোজকার খাবারে থাকছে ভাত এবং একটা তরকারি ৷ এ ছাড়া মাঝে মাঝে ব্যবস্থা করা হচ্ছে মাছ বা মাংস বা ডিম-ও ৷ ইচ্ছে আছে, গরুর দুধ এবং মরসুমি ফল হিসেবে আম খাওয়ানোরও ৷ থিয়েটার ফোরামের সত্যজিৎ জানালেন, এই দফায় যত দিন না লোকাল ট্রেন পরিষেবা আবার শুরু হচ্ছে, তত দিন তাঁদের এই উদ্যোগ জারি থাকবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।