#মুম্বই: ভারতীয় চলচ্চিত্র জগতে কাপুর পরিবার অর্থাৎ পৃথ্বীরাজ কাপুর (Pritwi Raj Kapoor), রাজ কাপুর (Raj Kapoor), শশী কাপুর (Shashi Kapoor), শাম্মি কাপুর (Shammi Kapoor) এবং তাঁদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ রণধীর কাপুর (Randhir), ঋষি কাপুর (Rishi Kapoor) রাজীব কাপুর (Rajeev Kapoor) ও তাঁদের পরবর্তী প্রজন্মের সবাই ভারতী সংস্কৃতিকে শুধুই গর্বিত করেছেন তাই নয় এক আলাদা মাত্রায় নিয়ে গিয়েছেন ৷ এই বাড়ির প্রতিটি মানুষই এক এক জন সেলিব্রিটি ৷
যদি এঁদের পরবর্তী প্রজন্মের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে নাম এসে যায় নিশ্চিত ভাবে করিশ্মা কাপুর (Karishma), করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) নামও ৷ তবে করিনা কাপুর খানের নাম এলেই জড়িয়ে পড়ে নবাব পরিবারের নাম ৷ পতৌদি (Mansoor Ali Patudi), শর্মিলা ঠাকুর (Sharmila Tagore), সইফ আলি খান (Saif Ali Khan), সোহা আলি খান (Soha Ali Khan), সারা আলি খান (Sara Ali Khan), ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan) এখানেই শেষ নয় সইফ ও করিনার দুই পুত্র তৈমুর আলি খান (Taimur Ali Khan) ও জাহাঙ্গীর আলি খান জাহাঙ্গিরকে ভালবেসে সবাই ডাকেন জেহ ৷
View this post on Instagram
তৈমুরও হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত এক জনপ্রিয় মুখ হয়ে দাঁড়িয়েছে ৷ সবার কাছেই পরিচিত তবে তৈমুরের ভাই জাহাঙ্গির সর্বত্রই সোস্যাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত না থাকলেও কোনও অংশে কম যায়না ৷ সেটি প্রথম জন্মদিনের ভিডিওতে দেখতে পাওয়া যায় করিনা ও সইফ আলি খানের ছোট ছেলে জাহাঙ্গীর আলি খানের প্রথম জন্মদিনের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে পিসি সোহা আলি খান ৷
View this post on Instagram
ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে ঘুরে ঘুরে মনের আনন্দে নাচছে তৈমুরের ভাই, সেই ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kareena Kapoor Khan, Saif Ali khan