শুধু তো আর খেলা নয়! তার সঙ্গে রয়েছে তুখোড় বিনোদনও! বিখ্যাত সব সেলিব্রিটিরা ইউনাইটেড স্টেটসের ন্যাশনাল ফুটবল লিগের এই খেলার হাফটাইমে এসে পারফর্ম করে যান। এবারে যেমন দেখা গিয়েছিল The Weeknd-কে। কিন্তু সুপার বোলের খেলার মাঝে তাঁর পারফরম্যান্স নিয়ে এই বছর জোর তামাশায় মেতেছেন সোশ্যাল মিডিয়া ইউজাররা, নেটদুনিয়া ছেয়ে গিয়েছে জোরদার সব মিমে। কারণটা কী?
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, হাসাহাসিটা কিন্তু The Weeknd-এর গান নিয়ে হচ্ছে না। গাইতে তিনি যে কারও চেয়ে ভালো পারেন। ফলে খেলার মাঝে যখন তিনি I Feel It Coming, Can't Feel My Face-এর মতো তাঁর সুপারহিট সব গান গেয়েছেন, সবাই হইহই করে তা শুনেছেন। বিপত্তিটা ঘটেছে ফ্লোরিডার টাম্পার রেমন্ড জেমস স্টেডিয়ামের আলোকপাত নিয়ে। সেখানে The Weeknd-এর পারফরম্যান্সের সময়ে আলো ফেলে একটা চোখধাঁধানো নকশা তৈরি করা হয়েছিল। তার মধ্যে দিয়ে গান গাওয়ার সময়ে একটু এদিক-ওদিক হেঁটেছিলেন তিনি। আর সেটাই জন্ম দিয়েছে পেটে খিল ধরানোর মতো অজস্র হাস্যকর মিমের! রসিকতা শুরু হয়েছে গায়কের একটা ক্লোজ-আপ শট নিয়েও।
When your parents try to talk to you on FaceTime pic.twitter.com/gXMpjOKe6L
— Matt Harmon (@MattHarmon_BYB) February 8, 2021
when mom says you can pick out one cereal from the cereal aislehttps://t.co/PpOkQ5P5CB
— Dave Itzkoff (@ditzkoff) February 8, 2021
যেমন এক ইউজার The Weeknd-এর মুখের একটা ক্লোজ-আপ শেয়ার করে লিখেছেন যে বাড়ির লোকে যখন ভিডিও কলে কথা বলার চেষ্টা করে, তখন ব্যাপারটা অনেকটা এই রকমই দেখতে লাগে! অনেকে আবার তাঁর ওই আলোর নকশার মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্যটার তুলনা টেনেছেন বাচ্চাদের সঙ্গে। মা বলছেন সিরিয়াল আইল থেকে মোটে একটাই সিরিয়াল নেওয়া যাবে, তখন দ্বিধাগ্রস্ত বাচ্চা যে ভাবে হাঁটে, The Weeknd যেন ঠিক তা-ই করেছেন!
Me trying to look for my mom after getting lost during grocery shopping https://t.co/mQWxYSUjJI
— سكينة (@SakinaMerchan15) February 8, 2021
এখানেই শেষ নয়! The Weeknd-এর ওই হাঁটাহাঁটি নিয়ে অনেকে হারিয়ে যাওয়া বাচ্চার প্রসঙ্গও তুলে ধরেছেন। লিখেছেন- সুপারমার্কেটে কোনও বাচ্চা হারিয়ে গেলে সে তার মায়ের খোঁজে যেমন ইতিউতি অসহায় ভাবে হাঁটাহাঁটি করে, এই ব্যাপারটাও ঠিক তেমনই! আরেকজন আবার চড়া আলো, সঙ্গে The Weeknd-এর লাল স্যুটের কম্বিনেশনকে ভুতুড়ে বলতেও দ্বিধা বোধ করেননি! বোঝাই যাচ্ছে, উইক-এন্ডের খেলায় The Weeknd-কে নিয়ে কম মজার রসদ ফুটবলপ্রেমীরা পাননি চলতি বছরের সুপার বোলে!