#মুম্বই: বলিউডে এখন রাজনৈতিক সিনেমার ঝড় ৷ একের পর এক রাজনৈতিক ছবি বক্স অফিসে তুফান তুলছে ৷ ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’, ‘ঠকরে’, আর এবার আসতে চলেছে নরেন্দ্র মোদির বায়োপিক ৷ ঠিক এরই মাঝখানে ইতিমধ্যেই শোরগোল ফেলেছে, ‘দ্য তাসকেন্ত ফাইলস’ ছবির পোস্টার ৷ লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবির প্রেক্ষাপট ৷ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রি ৷
এই ছবিতে বহুদিন বাদে ফের দেখা যেতে চলেছে মিঠুন চক্রবর্তীকে ৷ মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে শ্যাম সুন্দর ত্রিপাঠীর চরিত্রে ৷
ছবিতে মিঠুন ছাড়াও রয়েছেন নাসিরুদ্দিন শাহ, শ্বেতা বসু প্রসাদ, পঙ্কজ ত্রিপাঠী, মন্দিরা বেদির মতো অভিনেতারা ৷
প্রকাশ্যে এসেছে এই ছবির ফার্স্টলুকও ৷ ছবিটি মুক্তি পাবে ১২ এপ্রিল ৷