Home /News /entertainment /
ফের দুপুর ঠাকুরপো-দের মনে ঝড় তুললেন ঝুমা বউদি, সুপারহট ভিডিও সুপার ভাইরাল

ফের দুপুর ঠাকুরপো-দের মনে ঝড় তুললেন ঝুমা বউদি, সুপারহট ভিডিও সুপার ভাইরাল

দুরন্ত ও দুর্দান্ত গতিতে ভিডিওটি ছড়িযে পড়েছে সোশাল মিডিয়ায়

 • Share this:

  #মুম্বই: ফের দুপুর ঠাকুরপো-দের মনে ঝড় তুলতে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছেন ঝুমা বউদি ওরফে মোনালিসা ৷ তিনি বোজপুরী সিনেমার এক বহু পরিচিত মুখ ৷ বাংলার সঙ্গে মোনালিসার এক আলাদা সম্পর্ক রয়েছে ৷ বাংলা ছবিতে বেশ কয়েকটি ছবিতে তাঁকে আইটেম নম্বরে নাচতে দেখা গিয়েছে ৷

  View this post on Instagram

  Gazab Ka Hai Din .... Dekho Zara... #being #romantic #lovelyday #me #myself #favourite #song #metime

  A post shared by MONALISA (@aslimonalisa) on

  ভোজপুরী সিনেমার এক জনপ্রিয় নাম ৷ মোনালিসা বাংলায় যখন এক নাগাড়ে কাজ করতেন তাঁর নাম ছিল ছিল অন্তরা বিশ্বাস, অর্থাৎ সেই সময় এই নামেই তিনি পরিচিত ছিলেন ৷ তৎকালীন ইটিভি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ঋতুর মেলা ঝুম তারা রারা-তেও প্রতিযোগীত হিসেবে দেখতে পাওয়া গিয়েছিল ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে ঝড় তোলেন ৷

  ফলোয়ারের সংখ্যা খুব একটা কম নয় ৷ তাঁর একটি ভিডিওতে সবার নজর কেড়েছেন ৷ কয়ামত সে কয়ামত তক ছবির সুপারহিট গানের সঙ্গে একটি ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউ ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: MonalIsa, Viral Photos

  পরবর্তী খবর