• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মনে পড়ে ! কুমার শানুর নব্বইয়ের দশকের সুপারহিট ডুয়েট গানে হলুদ-নীল শাড়িতে রবিনার ট্যান্ডনের ঝড়

মনে পড়ে ! কুমার শানুর নব্বইয়ের দশকের সুপারহিট ডুয়েট গানে হলুদ-নীল শাড়িতে রবিনার ট্যান্ডনের ঝড়


টিপটিপ বর্ষা পানি গানের দৃশ্যে বারেবরে বহু দর্শকের মনে তুফান তুলেছেন তিনি

টিপটিপ বর্ষা পানি গানের দৃশ্যে বারেবরে বহু দর্শকের মনে তুফান তুলেছেন তিনি

টিপটিপ বর্ষা পানি গানের দৃশ্যে বারেবরে বহু দর্শকের মনে তুফান তুলেছেন তিনি

 • Share this:

  #মুম্বই: রবিনা ট্যান্ডন বাংলা চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় নাম ৷ তিনি তাঁর সময়ের এক সুপারহিট ও মোহময়ী নায়িকা ছিলেন ৷ অক্ষয় কুমার, অজয় দেবগন, আমির খান, শাহরুখ খান, সলমন খান, সঈফ আলি খান, সানি দেওল, গোবিন্দর সঙ্গে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ৷ তিনি কখনও তু চিজ বড়ি হ্যয় মস্ত মস্ত, তো কখনও আন্দাজ আপনা আপনা, টিপটিপ বর্ষা পানি গানের দৃশ্যে বারেবরে বহু দর্শকের মনে তুফান তুলেছেন ৷

  তাঁর মূলত আজ যেই ছবির যে গান নিয়ে আলোচনায় যেতে চলেছি সেটি হল ইমতিহান ছবির চাহাতো বহত না চাহে তুঝে ৷ ছবির সুরকার অনু মালিক, কুমার শানু ও বেলার কন্ঠে গানটি রীতিমত সাড়া ফেলেছিল ছিল সবার মনে ৷ শুধুই এই গানটি নয় দো বাতে হো সাকতা হ্যায়, ইস তরাহ আশিকি কা অসর ইত্যাদি গানে জমজমাট ছিল ছবিটি ৷

  ১৯৯৪ সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল ৷ নির্দেশক হরি বাওয়েজা, জয়রাজ প্রোডাকশনসের প্রযোজনায় ৷ ত্রিকোণ প্রেমের ছবি ইমতিহানের ৷ এই গানে সুরেলা গানে প্রায় ৫ বছরেরও বেশি সময়ে কোটি কোটি ভিউয়ার বেড়েছে দেখে ও শুনে নিন সেই গানটি আরও একবার নতুন দৃষ্টিতে ৷

  First published: