corona virus btn
corona virus btn
Loading

মনে পড়ে ! কুমার শানুর নব্বইয়ের দশকের সুপারহিট ডুয়েট গানে হলুদ-নীল শাড়িতে রবিনার ট্যান্ডনের ঝড়

মনে পড়ে ! কুমার শানুর নব্বইয়ের দশকের সুপারহিট ডুয়েট গানে হলুদ-নীল শাড়িতে রবিনার ট্যান্ডনের ঝড়

টিপটিপ বর্ষা পানি গানের দৃশ্যে বারেবরে বহু দর্শকের মনে তুফান তুলেছেন তিনি

  • Share this:

#মুম্বই: রবিনা ট্যান্ডন বাংলা চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় নাম ৷ তিনি তাঁর সময়ের এক সুপারহিট ও মোহময়ী নায়িকা ছিলেন ৷ অক্ষয় কুমার, অজয় দেবগন, আমির খান, শাহরুখ খান, সলমন খান, সঈফ আলি খান, সানি দেওল, গোবিন্দর সঙ্গে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ৷ তিনি কখনও তু চিজ বড়ি হ্যয় মস্ত মস্ত, তো কখনও আন্দাজ আপনা আপনা, টিপটিপ বর্ষা পানি গানের দৃশ্যে বারেবরে বহু দর্শকের মনে তুফান তুলেছেন ৷

তাঁর মূলত আজ যেই ছবির যে গান নিয়ে আলোচনায় যেতে চলেছি সেটি হল ইমতিহান ছবির চাহাতো বহত না চাহে তুঝে ৷ ছবির সুরকার অনু মালিক, কুমার শানু ও বেলার কন্ঠে গানটি রীতিমত সাড়া ফেলেছিল ছিল সবার মনে ৷ শুধুই এই গানটি নয় দো বাতে হো সাকতা হ্যায়, ইস তরাহ আশিকি কা অসর ইত্যাদি গানে জমজমাট ছিল ছবিটি ৷

১৯৯৪ সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল ৷ নির্দেশক হরি বাওয়েজা, জয়রাজ প্রোডাকশনসের প্রযোজনায় ৷ ত্রিকোণ প্রেমের ছবি ইমতিহানের ৷ এই গানে সুরেলা গানে প্রায় ৫ বছরেরও বেশি সময়ে কোটি কোটি ভিউয়ার বেড়েছে দেখে ও শুনে নিন সেই গানটি আরও একবার নতুন দৃষ্টিতে ৷

First published: November 6, 2019, 12:35 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर