Home /News /entertainment /
কুমার শানু-অনুরাধা পাড়োয়ালের সুপারহিট গান গেয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় জুটির

কুমার শানু-অনুরাধা পাড়োয়ালের সুপারহিট গান গেয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় জুটির

নব্বইয়ের দশকের সুপাহিট গানে মুখর সোশ্যাল মিডিয়া

 • Share this:

  #মুম্বই: নাদিম-শ্রাবণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুপাহিট সুরকার এই জুটি বিসেষত নব্বইয়ের দশকের পর একের পর সুপারহিট গানে সুর দিয়ে ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে এক নতুনের দিনের সূচনা করেছিলেন ৷ নন্নইয়ের গোড়া দিকে একটি ছবির গান বিশেষ সাড়া ফেলেছিল গানটি হল দিল হ্যায়কে মানতা নেহি ৷ ছবির নির্দেশক ছিলেন মহেশ ভাট, অভিনয় করেছিলেন পূজা ভাট ও আমির খান ৷ গান গেয়েছিলেন কুমার শানু ও অনুরাধা পাড়োয়াল ৷

  সেই সময়ে এই ছবির গান বিশেষ মাত্রায় প্রভাব ফেলেছিল ৷ টাইটেল সং ছাড়াও এই ছবির প্রতিটি গানই দর্শকদের ভীষণ ভাবে ভাল লেগেছে ৷ এই ছবির বিভিন্ন গানগুলি হল - তু প্যায়ার হ্যায় কিসি অউর কি, দুলহা তু দুলহন ম্যায় বান যায়ুঙ্গি বা আদায়ে হি ভি হ্যায় মহাব্বত হ্যায়-সহ প্রতিটি গান দুর্দান্ত ও মন মাতানো ৷

  সেই কুমার শানু ও সাধনা সরগমের গান দিল হ্যায় কে মানতা নেহি ছবির টাইটেল সঙে গলা মিলিয়ে পেসবুকে ঝড় তুললেন এক যুগল ৷ সেই ভিডিও তুমুল গতিতে ছড়িয়ে পড়েছে ৷

  First published:

  Tags: Dil Hai Ke Manta Nehi, Kumar Sanu, Sadhna Sargam

  পরবর্তী খবর