corona virus btn
corona virus btn
Loading

অলকা ইয়াগনিকের সুপারহিট গান দিলবর দিলবরের রিমেকের ভিডিও শ্যুট করে ফেসবুকে ভাইরাল যুবতী

অলকা ইয়াগনিকের সুপারহিট গান দিলবর দিলবরের রিমেকের ভিডিও শ্যুট করে ফেসবুকে ভাইরাল যুবতী

এখনকার সময়ে তিনি বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়

  • Share this:

#কলকাতা: আরও এক জনপ্রিয় গানের সঙ্গে দুর্দান্ত ভিডিও শ্যুট করে রীতিমত ভাইরাল হয়েছেন এক যুবতী ৷ তিনি অত্যন্ত সক্রিয় সোশ্যাল মিডিয়ায় ৷ মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট করে বিভিন্ন মহলের চর্চায় এসেছেন ৷ এইবারেও তিনি হয়ত কোনও বিশেষ ক্ষেত্রে এইবার তিনি নব্বইয়ের দশকের একটি গানের রিমেকে দুর্দান্ত অভিনয় করেছেন ৷

নব্বইয়ের দশকের সুপারহিট গান দিলবর দিলবর ছবির নাম সির্ফতুম গানটি গেয়েছেন অলকা ইয়াগনিক ৷ ছবিতে দৃশ্যত দেখা গিয়েছে সঞ্জয় কাপুর ও সুস্মিতা সেনকে এছাড়াও প্রিয়া গিল অন্যতম বা প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন ৷ এই ছবির একটি বেশ খানিকটা অংশ কেরলের মনোরম পরিবেশে দৃশ্যত হয়েছে ৷

নাদিম-শ্রাবণের অনবদ্য সুরে কুমার শানু, অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ, হরিহরণ সহ অনান্য শিল্পীদের গানে এক সঙ্গীত মুখর ছবির দৃশ্যায়নে বিশেষ মুহূর্তের সৃষ্টি হয়েছে ৷ সেই ছবিরই একটি গানের রিমেকে ভিডিও শ্যুট করে ফেসবুকে রীতিমত তোলপাড় হয়েছে ফেসবুক ৷

First published: October 26, 2019, 10:34 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर