#মুম্বই: বলিউডের উঠতি অভিনেতা সুশান্ত সিং রাজপুত প্রয়াত হয়েছেন বেশ কিছুদিন হয়েছে ৷ তাঁকে ঘিরে একটি বড় সংখ্যক মানুষ শোকাহত হয়েছেন ৷ কখনও কোনও ভাবেই বিশ্বাস করা সম্ভব হচ্ছে না তিনি যে আর নেই ৷ বলিউডের এই উঠতি তারকার এই ভাবে মানুষের মন শূন্য করে চলে যাওয়ায় রীতিমত ভেঙে পড়েছেন বাড়ির লোক-সহ আত্মীয় স্বজন থেকে বন্ধুবান্ধব সবাই ৷ তাঁর মৃত্যুর তদন্তে এসেছে গতি, পুলিশ একাধিক মানুষের বয়ান রেকর্ড করেছে ৷ ছেলের মৃত্যুর ঘটনা বাবাকে কতখানি ব্যথিত করেছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা ৷
এমনকী সুশান্ত সিং রাজপুতের পোষ্য পর্যন্ত গভীর দুঃখ পেয়েছে ৷ সুশান্ত সিং রাজপুত বলিউডে নায়ক হিসাবে প্রথম নজর কেড়েছেন এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি ছবিতে অভিনয় করে ৷ যখন একটু একটু করে বলিউডে নিজের জায়গা পাকা করতে শুরু করেছিলেন ঠিক তখনই সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন তিনি ৷ এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি ছবির একটি বিখ্যাত সংলাপ ছিল যেখানে ধোনির বান্ধবী প্রিয়াঙ্কা বারেবারে জিজ্ঞাসা করছিলেন মাহি আমাদের কাছে অনেক সময় আছে না ? উত্তরে প্রতিবারই পর্দার ধোনি অর্থাৎ সুশান্ত সিং রাজপুত উত্তর দিয়েছিলেন হ্যাঁ আমাদের কাছে অনেক সময় আছে ৷ সেই উত্তর আসলে গল্পের তাগিদে রচিত সংলাপ ৷
বাস্তবে তার উল্টোটিই হল সবাইকে অবাক করে অকালে চলে গেলেন বলিউডের উঠতি নায়ক রুপোলি পর্দার মহেন্দ্র সিং ধোনি ওরফে সুশান্ত সিং রাজপুত, সত্যি তিনিও কথা রাখলেন না, 'কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনা ৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Sushant singh Rajput