corona virus btn
corona virus btn
Loading

অমিতাভ বচ্চন থেকে হৃতিক রোশন প্রশংসায় পঞ্চমুখ, বালকের ট্যুইটার কাঁপানো নাচ মনে করাল মাইকেল জ্যাকসনকে

অমিতাভ বচ্চন থেকে হৃতিক রোশন প্রশংসায় পঞ্চমুখ, বালকের ট্যুইটার কাঁপানো নাচ মনে করাল মাইকেল জ্যাকসনকে

খোঁজ চলছে বিস্ময় বালকের

  • Share this:

#মুম্বই: মানুষের পরিচিতি বাড়ানোর সব থেকে বড় ক্ষেত্রটিই হল সোশ্যাল মিডিয়া ৷ এর সবচেয়ে বড় উদাহরণ হিসাবে রাণু মণ্ডলের নাম করা যেত পারে ৷ হিমেশ রেশমিয়ার হাত ধরে সাফল্যের মুখ দেখেছেন ৷ ফের কি কাঁপতে চলেছে সোশ্যাল মিডিয়া ? তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৷ এক বালকের দুর্ঘর্ষ নাচে সবাই মুগ্ধ হয়েছেন ৷ টিকটক ভিডিওতে ফাটাফাটি নাচ দেখতে পাওয়া গিয়েছে ৷ এই দেখেই রেমো ডিসুজা ও হৃতিক রোশন ছেলেটি ঠিকানা খুঁজছেন ৷

সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখতে পাওয়া গিয়েছে রেমো ডিসুজার আসন্ন ছবি স্টিট ডান্সার ৩ এর গানে তুমুলব ভাবে নাচছে ৷ বালকের নাচের সঙ্গে মাইকেল জ্যাকসনের ছায়া পাওয়া গিয়েছে ৷ এমন ভাবে নেচেছে বালক যা দেখে স্তম্ভিত হয়েছেন দেশের বড় বড় নৃত্য বিশেষজ্ঞরা ৷ এই টিকটক ভিডিওটি রকেটের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ঘরে বাইরে আগ্রহ বাড়ছে ক্রমাগতই ৷ আর্টিক্যাল ১৫ ছবির নির্দেশক অনুভব সিনহা ভিডিওটি দেখেছেন ৷

কোরিওগ্রাফার রেমো ডিসুজা শেয়ার করেছিলেন ৷ পরে খোঁজ খবর নিয়ে ছেলেটির নাম যুবরাজ সিং তিনি নিজের ট্যুইটারে @Babajackson2020 এই অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে সেই অমিতাভ বচ্চনও সেই ভিডিওটি শেয়ার করেছেন ৷ এছাড়াও রবিনা ট্যান্ডন, সুনীল শেট্টি, অনুপম খের, আরশাদ ওয়ার্সিও সেই ভিডিওটি শেয়ার করেছেন ৷ সেই ভিডিওই দাপিয়ে বেরিয়েছে সোশ্যাল মিডিয়া ৷

Published by: Arjun Neogi
First published: January 14, 2020, 2:44 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर