corona virus btn
corona virus btn
Loading

'জরা সা ঝুম লু ম্যায়' গানে পড়ুয়ার তুমুল নাচে কেঁপেছে ক্লাসরুম, বুলেটের গতিতে ভিডিও ভাইরাল

'জরা সা ঝুম লু ম্যায়' গানে পড়ুয়ার তুমুল নাচে কেঁপেছে ক্লাসরুম, বুলেটের গতিতে ভিডিও ভাইরাল
ছবি সৌজন্যে ফেসবুক ৷

নব্বইয়ের দশকের সুপারহিট ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে'র গানে দুর্দান্ত নাচ পড়ুয়ার

  • Share this:

#কলকাতা: একটু অবসরে পড়ুয়া নেচে কাঁপিয়েছে নব্বইয়ের দশকের সেই সুপারহিট গান 'জরা সা ঝুম লু ম্যায় আরে নারে বাবা না ৷' দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে ছবির সুপারহিট গান ৷ আশা ভোঁসলে ও অভিজিতের কন্ঠে এই দারুণ গানটি সবার মন জয় করেছে ৷ সেই অসাধারণ নির্দেশনা, ইউরোপের দৃশ্য, শাহরুখ-কাজলের অনবদ্য অভিনয়, সব মিলিয়ে এক দুর্দান্ত দৃশ্য সবাইয়ের মনে আছে ৷ এমনকী মুম্বইয়ের মরাঠা মন্দির প্রেক্ষাগৃহে দশকের পর দশক ধরে ছবিটি চলেছে ৷

সেই গানকে সাক্ষী রেখেই ক্লাস রুমে পড়ুয়ার দুর্দান্ত নাচ ৷ আশা ভোঁসলের গানের সঙ্গে সঙ্গে সুর, তাল ও লয় এক হয়ে গিয়েছে ৷ গানের জোয়ারে ভেসেছেন, প্রাণের জোয়ারে ভেসেছেন সমস্ত মানুষ ৷ ফেসবুকে আপলোড হওয়ার পরেই শেয়ার হয়েছে রীতিমত বিদ্যুতের গতিতে ৷

এক অন্য প্রতিভা, এ এক অন্য ভালালাগা, এই সবের মাঝেই জীবনের প্রকৃত আনন্দ খুঁজে পাওয়া সম্ভব হয় ৷ জীবনের প্রতিটি ক্ষেত্রেই নতুন কিছুর সন্ধান দেয় ৷ এরই নাম হল বেঁচে থাকা, এরই নাম হল অনুভব, অনুভূতি ৷ সর্পোপরি এরই নাম আনন্দ করে বাঁচা, আর আনন্দ ভাগ করলে বাড়ে বৈ কী কমেনা ৷

First published: September 21, 2019, 5:53 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर