corona virus btn
corona virus btn
Loading

বছরের শেষে বড় চমক শ্রেয়া ঘোষালের ! বড়দিনের গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল

বছরের শেষে বড় চমক শ্রেয়া ঘোষালের ! বড়দিনের গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল

বাঙালির আবেগের অন্য নাম শ্রেয়া ঘোষাল

  • Share this:

#মুম্বই: বাঙালির কাছে আবেগ ভালবাসা ও ভাললাগার অন্য নাম শ্রেয়া ঘোষাল ৷ তিনি আজ নয় বেশ কয়েক দশক ধরে সর্বভারতীয় স্তরে এমন ভাবে বাঙালির মান সম্মান বাড়িয়েছেন যা শুধুই দেশের গণ্ডিতে থেমে থাকেনি বিদেশেও বেশ খ্যাতি পেয়েছে ৷ একের পর এক বলিউডের সুপারহিট গান, শুধুই বলিউড নয় বাংলা-সহ একাধিক ভিষায় গান গেয়ে চরম খ্যাতি ও কৃত্বিত্ব অর্জন করেছেন তিনি ৷

অত্যন্ত অল্প বয়স থেকেই শের্য়া ঘোষাল তাঁর নিজস্ব ল্যান্ডমার্ক প্রস্তুত করেছেন নিখুঁত শুর, তাল ও অত্যন্ত ভাল মানের তালিমই আজকে তাঁকে খ্যাতির শিখরে নিয়ে গিয়েছে ৷ তাঁর গান সম্পর্কে বলতে গেলে কোনও মতেই তা শেষ করা সম্ভব নয় ৷ তিনি বলিউডের অন্যতম প্রধান মুখ ৷ তাঁর কন্ঠেই মুখরিত হয় চারিদিক ৷ ২০১৯ সালের প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে সবাই ৷ এখন উৎসবের মরশুমে আগামী ২দিনের মধ্যে নতুন বছরের পা রাখব সবাই ৷

২০১৯-এর পুরনো না পাওয়াগুলো হতাশ না করে যেন সবাইকেই সমৃদ্ধ করে ৷ বছরের শেষ লগ্নে বড়দিনে বড় ধামাকা শ্রেয়া ঘোষালের, খালি গলায় গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছেন ৷ তাঁর সেই সুরেলা গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ বিদ্যুতের গতিতে তা ভাইরালও হয়েছে ৷

Published by: Arjun Neogi
First published: December 30, 2019, 11:49 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर