• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • লাল বিকিনিতে গোয়ার নীল জলে মহাপ্রলয় জনপ্রিয় অভিনেত্রীর, কেড়েছেন বহু পুরুষের রাতের ঘুম

লাল বিকিনিতে গোয়ার নীল জলে মহাপ্রলয় জনপ্রিয় অভিনেত্রীর, কেড়েছেন বহু পুরুষের রাতের ঘুম

সৌন্দর্যের ঝড়ে উড়ে যাবে কত পুরুষ !

সৌন্দর্যের ঝড়ে উড়ে যাবে কত পুরুষ !

সৌন্দর্যের ঝড়ে উড়ে যাবে কত পুরুষ !

 • Share this:

  #মুম্বই: তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এমনই নয় ইদানিং তাঁকে বেশ দেখতে পাওয়া যায় বেশ কিছু দক্ষিণী ছবিতে ৷ হিন্দি, তামিল, তেলুগু ছবির পাশাপাশি ওয়েব সিরিজেও সবার নজর কেড়েছেন ৷ সম্প্রতি তাঁর বেশ কিছু চোখ ধাঁধানো ছবি ইনস্টাগ্রামে মহাপ্রলয় সৃষ্টি করেছে ৷ তার প্রতিটি ছবির ভঙ্গি দুর্দান্ত ও অসাধারণ যা রীতিমত ঝড় তুলেছে ৷ বয়েছে লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যাও ৷

  গোয়ার সমুদ্র সৈকতকে ঠান্ডার বাজারেও উষ্ণ করেছেন ৷ যদিও ভৌগলিক অবস্থানের কারণে এই মুহূর্তে সারা দেশের ঠান্ডার প্রভাব যেমন গোয়ায় তেমন না ৷ এক কাপ কফির সঙ্গে এই উষ্ণতা তাড়িয়ে তাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় উপভোগ করছেন সবাই ৷ লাল বিকিনি পরে গোয়ার সমুদ্র সৈকতে দাপিয়ে বেরিয়েছেন তিনি ৷ অসাধারণ ভঙ্গিমায় মন মজিয়েছেন পুরুষদের ৷

  তবে তার মহিলা ভক্তের সংখ্যা যে নেই সেই বিষয়েও বলা যায়না সব মিলিয়ে তিনি সৌন্দর্যের তুফান সৃষ্টি করেছেন ৷ হয়ত এই সৌন্দর্যের ঝড়ে উড়ে যাবে কত পুরুষ ৷

  Published by:Arjun Neogi
  First published: