corona virus btn
corona virus btn
Loading

শাহরুখ খানের সুপারহিট ছবির গানে দুধের শিশুর ভিডিও তোলপাড় করেছে !

শাহরুখ খানের সুপারহিট ছবির গানে দুধের শিশুর ভিডিও তোলপাড় করেছে !

শিশুর ভুবন ভোলানো হাসিতে কেঁপেছে সোশ্যাল মিডিয়া

  • Share this:

#নয়াদিল্লি: শিশুই ঈশ্বরের প্রকৃত রূপ, যিনি ধর্ম মানেনা বা নাস্তিক তাঁর কাছে এক পরম অনুভূতিও ৷ শিশুর ভুবন ভোলানো হাসিতে জীবন হয় ধন্য এই মত অনেকেরই ৷ প্রতিটি শিশুর স্পর্শে জীবনের সমস্ত গ্লানি পরাধীনতা, যেকনোও হেরে যাওয়ার কষ্ট মুছে দিতে পারেই একটি শিশুর স্পর্শ ৷ তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

একটি ফুটফুটে শিশুর মিষ্টি হাসিতে মন ভরেছে সকলের ৷ নব্বইয়ের দশকের শাহরুখ খান-মনীষা কৈরালা-প্রীতি জিন্টা অভিনীত সুপারহিট ছবি দিল সে-এর গান চল ছাঁইয়া ছাঁইয়া ছাঁইয়া, চল ছাঁইয়া ছাঁইয়া ছাঁইয়া গানের সঙ্গে একটি মিষ্টি শিশুর মুখ সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ৷

গানের মধ্যে কখনও শিশুটির ফোকলা দাঁতের হাসি তো কখনও একটা কাপড় মাতায় টেনে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গিতে ব্যস্ত ছোট্ট প্রাণ ৷ তবে থেকে বড় ব্যাপারটি নিষ্পাপ শিশুটিকে দেখার জন্যই ক্রমশই বাড়ছে ভিউ ৷ তবে এটাও সত্যি যে এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি ৷ এই ভিডিও দেখে হতে পারে মোনের সুখ, সঙ্গে চোখের সুখও বটে ৷

First published: September 15, 2019, 5:42 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर