• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ৪৩-এও আগুন ঝরাচ্ছেন কহোনা প্যায়ার হ্যায়ের নায়িকা, সোশ্যাল মিডিয়া কাঁপাছে শরীরী ভাষা

৪৩-এও আগুন ঝরাচ্ছেন কহোনা প্যায়ার হ্যায়ের নায়িকা, সোশ্যাল মিডিয়া কাঁপাছে শরীরী ভাষা

শুধুই কহো না প্যায়ার হ্যায়ই নয়, আমিশার ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট ছবি

শুধুই কহো না প্যায়ার হ্যায়ই নয়, আমিশার ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট ছবি

শুধুই কহো না প্যায়ার হ্যায়ই নয়, আমিশার ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট ছবি

 • Share this:

  #মু্ম্বই: অমিশা পটেল মানেই বলিউডের কহোনা প্যায়ার হ্যায় ৷ হৃতিক রোশনের সঙ্গে জীবনের প্রথম ছবিতেই ঝড় তুলেছিলেন তিনি ৷ বক্স অফিসে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছিল ৷ প্রতিটি গানই ছিল সুপারহিট ৷ দর্শকদের কাছে ভাললাগার এক নতুন মাত্রা সৃষ্টি করেছিল ৷ আমিশা পটেলের ঝুলিতে শুধুই কহো না প্যায়ার হ্যায় নয় আছে গদর এক প্রেমকথা, ইয়ে হ্যায় জলবা, কয়া ইয়েহি প্যায় হ্যায় মত ছবিতে প্রবল দাপট দেখিয়েছেন ৷ সুপারহিট ছবিগুলি বারেবারে মনে পড়ে ৷

  View this post on Instagram

  Sunshine on a rainy day ⭐️⭐️

  A post shared by Ameesha Patel (@ameeshapatel9) on

  সেই আমিশা পটেলই ৪৩ বছর বয়সে কাঁপাচ্ছেন সোশ্যাল মিডিয়া,ভাইরাল হয়েছে দ্রুত গতিতেই ৷ প্রতিটি ক্ষেত্রেই এক ভাললাগার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ হৃতিক রোশন, সানি দেওল, সলমন খানের মত সপরাস্টারের সঙ্গে অভিনয় করে এক আলাদা পরিচিতি পেয়েছেন তিনি ৷ শুধুই এই কথাই নয় সোশ্যাল মিডিয়ায় তিনি সব সময়েই সক্রিয় ৷

  View this post on Instagram

  A post shared by Ameesha Patel (@ameeshapatel9) on

  তিনি বেশিরভাগ সময়েই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন যা রীতিমত ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায় ৷

  View this post on Instagram

  A post shared by Ameesha Patel (@ameeshapatel9) on

  Published by:Arjun Neogi
  First published: