#মু্ম্বই: অমিশা পটেল মানেই বলিউডের কহোনা প্যায়ার হ্যায় ৷ হৃতিক রোশনের সঙ্গে জীবনের প্রথম ছবিতেই ঝড় তুলেছিলেন তিনি ৷ বক্স অফিসে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছিল ৷ প্রতিটি গানই ছিল সুপারহিট ৷ দর্শকদের কাছে ভাললাগার এক নতুন মাত্রা সৃষ্টি করেছিল ৷ আমিশা পটেলের ঝুলিতে শুধুই কহো না প্যায়ার হ্যায় নয় আছে গদর এক প্রেমকথা, ইয়ে হ্যায় জলবা, কয়া ইয়েহি প্যায় হ্যায় মত ছবিতে প্রবল দাপট দেখিয়েছেন ৷ সুপারহিট ছবিগুলি বারেবারে মনে পড়ে ৷
View this post on Instagram
সেই আমিশা পটেলই ৪৩ বছর বয়সে কাঁপাচ্ছেন সোশ্যাল মিডিয়া,ভাইরাল হয়েছে দ্রুত গতিতেই ৷ প্রতিটি ক্ষেত্রেই এক ভাললাগার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ হৃতিক রোশন, সানি দেওল, সলমন খানের মত সপরাস্টারের সঙ্গে অভিনয় করে এক আলাদা পরিচিতি পেয়েছেন তিনি ৷ শুধুই এই কথাই নয় সোশ্যাল মিডিয়ায় তিনি সব সময়েই সক্রিয় ৷
View this post on Instagram
তিনি বেশিরভাগ সময়েই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন যা রীতিমত ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায় ৷
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ameesha Patel, Viral Photos