#নয়াদিল্লি: গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার ফোকাস কান্ট্রি হিসেবে বেছে নেওয়া হল প্রতিবেশী দেশ বাংলাদেশকে ৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকেই এ খবর জানানো হল৷
মন্ত্রকের তরফ থেকে আরও জানানো হল, ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশের সিনেমা, সংস্কৃতিকে বিশেষভাবে সম্মান জানানো হবে ৷ বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসকে সবার সামনে আরও বেশি করে তুলে ধরার জন্যই বাংলাদেশকে এবার চলচ্চিত্র উৎসবে ফোকাস দেশ হিসেবে রাখা হয়েছে ৷
মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের মোট ৪ টি ছবি দেখানো হবে ৷ যার মধ্যে রয়েছে পরিচালক তনবির মোক্কামেলের ‘জীবন-ধূলি’ এবং পরিচালক জাহিদুর রহমান অঞ্জনের ‘মেঘমল্লার’ ৷ এই দুটি ছবিই ১৯৭১ সালের মুক্তি যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ৷ এছাড়াও দেখানো হবে ‘আন্ডার কনস্ট্রাকশন’ এবং ‘সিনসিয়ারলি ইওরস, ঢাকা’ ছবি দুটি ৷ এই ছবিটি অস্কারের দৌঁড়েও বাংলাদেশের তরফ থেকে অংশ নিয়েছে ৷