#লন্ডন: ফের সিনেমা জগতে শোকের ছায়া। মাত্র ১৬ বছর বয়সে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা লোগান উইলিয়ামস। কিন্তু কী হয়েছিল অভিনেতার ? সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি, অভিনেতার মৃত্যু নিয়ে ঘনিয়েছে ধোঁয়াশাও। জনপ্রিয় টিভি সিরিজ 'দ্য ফ্ল্যাস'-এ ব্যারি অ্যালেন-এর শৈশবের চরিত্রে অভিনয় করতেন লোগান। 'হোয়েন কলস দ্য হার্ট'-এও দেখা মিলেছে অভিনেতার। উইলিয়াম লোগানের এজেন্ট মাইকেল গোভিন জানান, বৃহস্পতিবার মৃত্যু হয় অভিনেতার। কিন্তু মৃত্যুর কারণ তিনি জানাননি।
করোনা ত্রাসে প্রায় গোটা বিশ্বে লকডাউন। তাই তরুণ অভিনেতার প্রয়াণে সোশ্যাল মিডিয়ায়-ই শোকজ্ঞাপন করেন তারকারা। 'ফ্ল্যাশ' তারকা গ্র্যান্ট গাস্টিন উইলিয়াম লোগান ও জেসি এল মার্টিন-এর সঙ্গে ২০১৪-র শ্যুটিং-এর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, উইলিয়ামস-এর মৃত্যু দুর্ভাগ্যজনক! তাঁর স্মৃতিচারনায় উঠে আসে অভিনেতার প্রতিভার কথাও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।