োট্ট#কলকাতা: গত ১২ সেপ্টেম্বর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে সন্তান ইউভান ৷ ইউভানকে নিয়ে সবার আগ্রহ এই মুহূর্তে তুঙ্গে ৷ কখনও রাজ তো কখনও শুভশ্রী, তাঁদের ভক্তদের সঙ্গে ছেলের ভিডিও ছবি শেয়ার করেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল হয়েছে ছোট্ট শিশুটির প্রতিটি মুহূর্ত ৷ শুভশ্রী-রাজ জমিয়ে তাঁদের এই পরিস্থিতি উপভোগ করছেন ৷ সদ্য বাবা-মায়ের এই অনুভূতি কোনও ভাবেই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, এ কেবলই এক অবর্ণনীয় অনুভূতি ৷
কলকাতার এক বেসরকারি হাসপাতালে রাজ-শুভশ্রীর প্রথম সন্তান ইউভান জন্ম নিয়েছে ৷ ইতিমধ্যেই সমস্ত কাজ ভালভাবে সম্পন্ন হওয়ার পরেই ইউভানকে নিয়ে বাড়ি ফিরেছেন শুভশ্রী ৷ বাড়িতে ফেরার পরেই শুভশ্রীর দিদি দেবশ্রী সোশ্যাল মিডিয়ায় তাঁর বোনপোকে নিয়ে আবেগে ভরা একটি খোলা চিঠি লিখেছেন ৷ বোনের প্রথমবার মা হওয়ার কথা শুনে দেবশ্রী কেঁদে ফেলেছিলেন তবে এই কান্না আনন্দের, এই কান্না মাতৃত্বের সেলিব্রেশনের ৷ তিনি খুশিতে শেয়ার করেছেন অনেক কথা, ১৬ বছর পরে বাড়িতে খুদে অতিথি এসেছে স্বভাবতই দেবশ্রীর ভাষায় আবেগে ভরপুর ছিল ৷
করোনা থেকে আমফান সমস্ত প্রতিকূলতাকে উড়িয়ে দিয়ে, যাবতীয় মন খারাপকে প্রশ্রয় না দিয়েই ইউভানের আগমনে যে তার মাসি অত্যন্ত খুশি তা ফুটে উঠেছে শরীরী ভাষায় ৷ ইউভান মাতৃগর্ভে আর মাসি প্রতিদিনই অপেক্ষা করেছেন দিন গুনেছেন কবে আসবে সে? ২৮ অগাস্ট ইউভানের ঠাকুরদা প্রয়াত হয়েছেন, মন ভারাক্রান্ত হয়েছে ৷ ইউএসজির মাধ্যমে যেদিন তিনি ইউভানকে দেখেছিলেন সেদিন যেন সমস্ত দুঃখ কষ্ট দূর হয়েছিল ৷
১২ সেপ্টেম্বরের আগের রাত তিনি ঘুমতে পারেননি কখন আসবে সুখবর? এই ভেবেই ৷ তারপর থেকে তিনি প্রতিটি ছবি ভিডিও দেখার আগ্রহে বসে থাকতেন ৷ এক ছবি ও ভিডিও বারেবারে দেখতেন দেবশ্রী ৷ অপেক্ষায় ছিলেন কখন ছোট্ট শিবকে কোলে নেবেন ৷ ইউভানকে কোলে নেওয়ার পরে দেবশ্রীর মনে হয়েছিল এর থেকে সুন্দর মুহূর্ত আর কিছুই হতে পারেনা ৷
ইউভানকে তিনি বলেছেন সারাক্ষণ ঘুমলে হবে? উঠে পড় এবার ৷ 'Twinkle Twinkle Little Star ⭐️ বলতে হবে তো আমার সাথে ...' খোলা চিঠিতে এই ভাবেই নিজের অনুভূতিকে ব্যক্ত করেছেন শুভশ্রীর দিদি দেবশ্রী ৷ এই আবেগ অনুভূতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ ফুটে উঠেছে এক মিষ্টি ছবি ৷