corona virus btn
corona virus btn
Loading

পটনার গঙ্গায় সুশান্ত সিং রাজপুতের অস্থি বিসর্জন, কান্নায় ভেঙে পড়লেন অভিনেতার বাবা

পটনার গঙ্গায় সুশান্ত সিং রাজপুতের অস্থি বিসর্জন, কান্নায় ভেঙে পড়লেন অভিনেতার বাবা
Photo : News18Hindi

পটনার গঙ্গায় আজ হয়ে গেল সুশান্ত সিং রাজপুতের অস্থি বিসর্জন ৷

  • Share this:

#পটনা: গোটাটাই যেন একটা দুঃস্বপ্ন ! হয়তো ঘুম ভাঙলেই সব কিছু আবার ঠিক হয়ে যাবে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু যেন ঠিক এরকমই, এখনও গোটা বলিউড, গোটা দেশ ভাবতেই পারছে না, ৩৪ বছর বয়সেই নিজের জীবনের সমাপ্তি এভাবে ডেকে নিয়ে আসবেন সুশান্ত ৷ তাই তো প্রিয় নায়কের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় সবাই সরব ৷ মানসিক অবসাদ নিয়ে নানা আলোচনায় মত্ত ৷

সুশান্ত তাঁর মৃত্যর সঙ্গে রেখে গেলেন অনেক রহস্য ৷ অনেক প্রশ্ন ৷ রেখে গেলেন বলিউডের অন্ধকার দিকের এক ছবিও৷ যেখানে নেপোটিজম, স্টার পাওয়ার হার মানল ট্যালেন্টের কাছে ৷

সেই সব প্রশ্ন নিয়েই পটনার গঙ্গায় আজ হয়ে গেল সুশান্ত সিং রাজপুতের অস্থি বিসর্জন ৷ বাবার হাতে গঙ্গার জলে মিলিয়ে গেল ছেলে সুশান্তের অস্থি ৷ কান্নায় ভেঙে পড়লেন পরিবারের লোকজন ৷ সবার মনে  একটাই প্রশ্ন, এত তাড়াতাড়ি চলে যেতে হল তোমাকে ?

দেখুন সেই ছবি----

রবিবার দুপুরবেলা গোটা দেশ যে এরকম একটা খবর পাবে তা আন্দাজও করা যায়নি ৷ হঠাৎই ব্রেকিং নিউজ ! যে ‘নায়ক’ সিনেমার পর্দায় জীবনের লড়াই দেখাতেন, যে নায়কের এক হাসিতেই মেয়েরা কাবু হতেন, সেই নায়ক আজ নেই ! তাঁর ঝুলন্ত মৃতদেহ ফ্ল্যাট থেকে উদ্ধার করল পুলিশ ! মেডিক্যাল রিপোর্টে মানসিক অবসাদ ! কী দুঃখ মনের মধ্যে চেপে রেখেছিলেন সুশান্ত সিং রাজপুত ? কেন এরকম পরিণতি প্রতিভাবান নায়কের ! স্তব্ধ গোটা দেশ ৷ গোটা বলিউড ৷

এই তো সেদিন সিনেমায় পা রাখেন সুশান্ত ৷ তাঁর আগে ছোট পর্দায় ধারাবাহিক ৷ বিশেষ করে ‘পবিত্র রিস্তা’তে তাঁর অভিনয় ঘরে ঘরে সমাদৃত হয় ৷ তারপর সোজা বলিউডে ডাক ৷ তিন নায়কের ‘কই পো চে’ ছবিতে আলাদা করে নজর কাড়েন সুশান্ত ৷ তারপর আর দেখে কে, একের পর এক অফার ৷ চকোলেট হিরো হিসেবে পর পর প্রেমের ছবি ৷ ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘পিকে’-তে মাস্টারস্ট্রোক ৷ হঠাৎ করে অভিনয়ের স্টাইল বদলে ফেলে ধুতি পঞ্জাবিতে বাঙালির ব্যোমকেশ বক্সী হয়েও পর্দায় আসেন তিনি৷ প্রশংসা পান প্রচুর ৷

তবে সুশান্ত আলাদা করে নজর কাড়েন মহেন্দ্র সিং ধোনির বায়োপিক থেকে ৷ লুক চেঞ্জ থেকে অভিনয় ! ধোনির বায়োপিক দিয়ে সুশান্ত সিং রাজপুত প্রমাণ করলেন তিনি লম্বা রেসের ঘোড়া ৷

এরপর রাবতা, ওয়েলকাম টু নিউইয়র্ক, কেদারনাথ, সোনচিড়িয়ে, ছিছোড়ে ৷ মাত্র ১১ টা ছবি ৷ দিল বেচারা মুক্তি পেলে কেরিয়ারে অন্তত এক ডজন ছবি তাঁর ঝুলিতে থাকতে পারত ৷ কিন্তু তাঁর আগেই চলে গেলেন ! কেন?

Published by: Akash Misra
First published: June 18, 2020, 4:32 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर