#মুম্বই: অক্ষয় কুমার ও সইফ আলি খানের সুপারহিট ছবি ম্যায় খিলাড়ি তু আনাড়ির ২৫ বছর হয়ে গিয়েছে ৷
১৯৯৪ সালে কমেডি, অ্যাকশন ও রোমান্সে ভরপুর এই ছবির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই ছবির জন্য প্রথমে ভাবা হয়েছিল শাহরুখ ও সলমন খানের কথা তবে দুই তারকাই অভিনয় করতে রাজি হননি ৷ তবে কাহিনি বিন্যাস ও সংলাপ দেখে অক্ষয় কুমার ও সইফ আলি খান খুব পছন্দ করেছিলেন ৷
তারপরেই এই ছবি ইতিহাস তৈরি করেছিল ৷ সেই বছরের সেরা ছবিগুলির মধ্যে অন্যতম ৷ ছবির নির্দেশনা করেছিলেন সমীর মলকন চম্পক জৈন প্রযোজনা করেছিলেন ৷ সেই সমসয়ে প্রায় ১৪ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি ৷
এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে শাহরুখ খানের অভিনয় করার কথা ছিল কিন্তুন শাহরুখ খান চেয়েছিলেন কোনও সিনিয়র অভিনেতা অর্থাৎ নাসিরুদ্দিন শাহ বা ওমপুরীর মত অভিনেতা অভিনয় করুন ৷ সলমন খানও এই ছবি করতে পারেননি কেননা আগে থেকই ৪টি ছবি তাঁর হাতে ছিল ৷ চুরাকে দিল মেরা গরিয়া চলি গানটি V for vedetta-এর সাউন্ড ট্র্যাকে রেকর্ড করা হয়েছিল ১৯৯৫ সালে গানটির কভার বা প্রচ্ছদ প্রকাশ্যে এসেছিল ৷
১৯৯৪ সালে এলান, সুহাগ ও মোহররা পরে ম্যায় খিলাড়ি তু আনাড়ি একটানা ৪ নম্বর হিট ছবি অক্ষয় কুমারের ৷ অক্ষয় কুমার, সইফ আলি খান ছাড়াও শিল্পা শেট্টি, রাগেশ্বরী, কাদের খান ও শক্তি কাপুর অভিনয় করেছেন এই ছবিতে ৷