• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • করোনায় আক্রান্ত দক্ষিণী সুপারস্টার রাম চরণ, ট্যুইটারে লিখলেন কেমন আছেন তিনি

করোনায় আক্রান্ত দক্ষিণী সুপারস্টার রাম চরণ, ট্যুইটারে লিখলেন কেমন আছেন তিনি

 বিনোদন জগতে ফের করোনার উৎপাত ৷ বলিউড থেকে এবার সোজা করোনা উড়ে গেল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৷

বিনোদন জগতে ফের করোনার উৎপাত ৷ বলিউড থেকে এবার সোজা করোনা উড়ে গেল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৷

বিনোদন জগতে ফের করোনার উৎপাত ৷ বলিউড থেকে এবার সোজা করোনা উড়ে গেল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৷

 • Share this:

  #চেন্নাই: বিনোদন জগতে ফের করোনার উৎপাত ৷ বলিউড থেকে এবার সোজা করোনা উড়ে গেল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৷ করোনায় আক্রান্ত হলেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ৷ নিজেই ট্যুইট করে সবাইকে সে কথা জানালেন তিনি ৷

  রাম চরণ ট্যুইট করে লিখলেন, ‘আমি করোনায় আক্রান্ত ৷ তবে আমার সেরকম কোনও উপসর্গ নেই ৷ নিজেকে কোয়ারেন্টাইন রেখেছি ৷’ রাম চরণ আরও লিখলেন, ‘সবাইকে অনুরোধ করছি ৷ যারা এতদিন আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নিন ৷’ ডিসেম্বরের শুরু থেকে পরিচালক রাজা মৌলির নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন রাম চরণ ৷ এই ছবিতে রাম চরণের সঙ্গে দেখা যাবে অজয় দেবগণ ও আলিয়া ভাটকেও ৷ রাম চরণ করোনায় আক্রান্ত হওয়ার কারণে আপাতত শ্যুটিং থেকে দূরে রয়েছেন ৷ অনুরাগীরা প্রার্থনা করছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন তাঁদের প্রিয় নায়ক ৷
  Published by:Akash Misra
  First published: