হোম /খবর /বিনোদন /
'ক্যাসানোভা' গেয়ে নেট দুনিয়ায় ঝড় তুললেন টাইগার শ্রফ ! গানের প্রেমে দিশা পাটানি !

'ক্যাসানোভা' গেয়ে নেট দুনিয়ায় ঝড় তুললেন টাইগার শ্রফ ! গানের প্রেমে দিশা পাটানি !

এদিকে, ক্যাসানোভার প্রেমে শুধু অনুরাগীরাই পড়েছেন এমন নয়, মিউজিক ভিডিওটির প্রেমে পড়েছেন টাইগারের প্রেমিকা দিশা পাটানিও ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বলিউডে পা রাখা থেকেই নিজের একের পর এক ট্যালেন্ট দিয়ে দর্শকদের মন জয় করেছেন টাইগার শ্রফ (Tiger Shroff)। নাচে, অভিনয়ে মন জিতে নিয়েছেন এই স্টার কিড। সেই সবের পাশাপাশি এবার গান গেয়েও নজর কাড়লেন তিনি।

বলিউডের স্টার কিডদের মধ্যে অন্যতম ট্যালেন্ডেড টাইগার। ডান্স মুভ হোক বা বডি অ্যাবস, সবেতেই তিনি নজর কাড়েন ফ্যানদের। কিন্তু এবার সব মিলিয়ে একটা মিক্সড পাঞ্চ দিলেন নতুন মিউজিক ভিডিওতে। ক্যাসানোভা নামের ওই ভিডিওটিতে গানটি গেয়েছেন তিনি নিজে। তাঁর গানের গলায় মজেছেন নেটিজেনদের একাংশ।

১৩ জানুয়ারি অর্থাৎ বুধবার রিলিজ হয়েছে মিউজিক ভিডিওটি। ইতিমধ্যেই সেটি জনপ্রিয় হয়েছে। শেষ দেখা পর্যন্ত ৭.৫ লক্ষ ভিউজ পেয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন পুণিত মলহোত্রা (Punit Malhotra)। ক্যাসানোভা গানটি লিখেছেন ও সুর দিয়েছেন অভিতেশ শ্রীবাস্তব (Avitesh Shrivastava)। ভিডিওটিতে টাইগারের বিপরীতে দেখা গিয়েছে আকাঙ্ক্ষা শর্মা (Akansha Sharma)-কে।

টাইগারের অনুরাগীরা ইতিমধ্যেই তাঁর নামের পাশে বেস্ট স্টার, পপ স্টার এই সব আখ্যা বসিয়ে ফেলেছেন। অনেকেই বলছেন, দারুণ দেখাচ্ছে ভিডিওটিতে তাঁকে। অনেকে আবার তাঁর বিভিন্ন ছবি দিয়ে অনেকের সঙ্গে তুলনাও করেছেন। তাঁর নাচ, তাঁর গান, অভিনয়, মার্শাল আর্টের পাশাপাশি আর কী কী বিষয়ে তাঁর দক্ষতা রয়েছে সেটাই এখন দেখার!

এদিকে, ক্যাসানোভার প্রেমে শুধু অনুরাগীরাই পড়েছেন এমন নয়, মিউজিক ভিডিওটির প্রেমে পড়েছেন টাইগারের প্রেমিকা দিশা পাটানিও (Disha Patani)। বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গানটি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, গানটি এতটাই সুন্দর যে, গানের সুর থেকে এখনও বেরোতে পারছেন না তিনি। উল্লেখ্য নভেম্বরেই মলদ্বীপ থেকে ঘুরে এসেছেন এই রিউমার্ড বলি কাপল।

প্রসঙ্গত, দিশা পাটানিকে শেষবার দেখা গিয়েছিল মলঙ্গ (Malang) সিনেমায়। আদিত্য রায় কাপুরের (Aditya Roy Kapur) বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তীতে রাধে (Radhe) ও কে-টিনা (KTina) সিনেমায় দেখা যাবে এই বলি-ক্যুইনকে। কে-টিনায় পঞ্জাবের এক ছোট্ট শহরের মেয়ের ভূমিকায় দেখা যাবে দিশাকে। যে নানা রকমের অন্ধবিশ্বাস ও কুসংস্কারে বিশ্বাসী। এদিকে টাইগার শ্রফের হিরোপন্থি ২ (Heropanti 2) ও ব়্যাম্বো (Rambo) নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে কোনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনওপর্যন্ত করা হয়নি।

Published by:Piya Banerjee
First published:

Tags: Disha Patani, Tiger Shroff