#মুম্বই: কিছু দিন আগেই হানিমুন (Honeymoon) সেরে কাজে ফিরেছেন বলিউডের (Bollywood) সিঙ্গিং সেনসেশনাল নেহা কক্কর (Neha Kakkar)। হানিমুনে একের পর এক রোম্যান্টিক মুহূর্তের ছবি পোস্ট করে অনুরাগীদের অবাক করেছেন তিনি। তাঁর বিয়ের অ্যানাউন্সমেন্টটাও ছিল অবাক করাই। হঠাৎই বিয়ে করছেন বলে সকলকে সারপ্রাইজ করেছিলেন তিনি। এ বার আবারও সকলকে অবাক করে প্রেগনেন্সির (Pregnancy) অ্যানাউন্সমেন্ট করলেন তিনি।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন নেহা। যেখানে দেখা যাচ্ছে তাঁর বেবি বাম্প। পাশে রোহনপ্রীত (Rohanpreet Singh)। ক্যাপশনে লেখা- খেয়াল রেখো। যার কমেন্টে রোহনপ্রীত লেখেন, এ বার থেকে আরও বেশি খেয়াল রাখতে হবে নেহু! এই একই ছবি আবার রোহনপ্রীতও নিজের Instagram-এ শেয়ার করেন।
দম্পতির এই ছবি দেখে আপ্লুত তাঁদের অনুরাগীরা। সকলে তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেন। লাভ রিয়্যাক্টে ভরে যায় সোশ্যাল মিডিয়ার ওয়াল। তবে, অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন যে, মাত্র দু'মাস হয়েছে বিয়ে, আর এখনই বেবি বাম্প? তা হলে কি অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিয়ে হয়েছিল? এই প্রশ্নের উত্তরে আবার অনেকে নেহার পক্ষে মন্তব্য করতে থাকেন, বলেন যে তা গায়িকার সিদ্ধান্ত, এ নিয়ে অশোভন মন্তব্য করা অনুচিত।
চলতি বছর অগস্ট মাসে চন্ডীগড়ে (Chandigarh) একটি মিউজিক ভিডিও শুটে গিয়ে রোহনপ্রীতের সঙ্গে দেখা হয় নেহার। শুরু হয় ডেটিং (Dating)। এর পর নেহা নিজের বিয়ের অ্যানাউন্সমেন্ট করেন সোশ্যাল মিডিয়ায়। অক্টোবরের ২৪ তারিখ শিখ ধর্মমতে বিয়ে হয় তাঁদের।
বিয়ের (Wedding) পর পরই তাঁরা চলে যান হানিমুনে। সেখান থেকে একাধিক ছবি, ভিডিও পোস্ট করতে দেখা যায় নেহাকে। দারুণ সব মুহূর্তের ছবি পোস্ট করেন তিনি। বোঝা যায়, ড্রিম হানিমুন কাটাচ্ছেন গায়িকা।
কি ছুদিন আগেই হানিমুন সেরে কাজে ফিরেছেন দু'জন। নেহা বর্তমানে ইন্ডিয়ান আইডল সিজন ১২-র বিচারক। বিশাল দদলানি ও হিমেশ রেশমিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাচ্ছে তাঁকে।
এ দিকে, বিয়ের পর প্রথম একসঙ্গে তাঁরা কপিল শর্মা শো-তে (The Kapil Sharma Show) আসেন। যেখানেও একাধিক সিক্রেট শেয়ারের পাশাপাশি, নেহা জানান, তাঁকে বিয়ে করতে রাজি ছিলেন না বয়সে ছোট রোহনপ্রীত। পরে ২৫ বছর বয়সী গায়ককে মানিয়ে নেন তিনি। এবং তাঁরা গাঁটছড়া বাঁধেন।
তবে, নেহার এই বেবি বাম্পের ছবি নিয়ে রীতিমতো অবাক সকলে। অনেকেরই অনেক রকম প্রশ্ন তুলছেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। এখনও পর্যন্ত ছবিটি ছাড়া নেহা বা রোহন কাউকেই এই বিষয়ে কিছু বলতে শোনা যায়নি!